জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি রাষ্ট্রপতি দিলেও জায়েজ হবে; কিন্তু নৈতিক হবে না। নৈতিক ভিত্তি না থাকলে সেটি জনবিচ্ছিন্ন আইনে পরিণত হয়। আইন পাস হবে, কিন্তু প্রয়োগের সময় জনগণ তা গ্রহণ করবে না। সব দিক বিবেচনায় প্রধান উপদেষ্টাকেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে।’ রাজধানীর বাংলামোটরে গতকাল দুপুরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ‘জুলাই সনদ : কৃষকবঞ্চনা ও ন্যায্যতার প্রশ্ন’ শীর্ষক সভায় তিনি এসব কথা বলেন। দলটির অঙ্গসংগঠন জাতীয় কৃষক শক্তি সভার আয়োজন করে। নাসীরুদ্দীন বলেন, ‘রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে আমরা শহীদ মিনারে একত্র হয়েছিলাম। জনগণও আমাদের সঙ্গে একমত ছিল। কিন্তু রাজনৈতিক দলগুলোর মতভিন্নতার কারণে চুপ্পুকে সরানো যায়নি।’
তিনি বলেন, ‘গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হলে আমাদের সমস্যা নেই। কিন্তু ইসির সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে।
নির্বাচন কমিশনকে শক্তিশালী না করে একই দিন গণভোট এবং জাতীয় নির্বাচন দিলে এটি হুমকির মুখে পড়বে।’
এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ‘দুই দলের বিভেদের কারণে আওয়ামী লীগ ফেরার সুযোগ পাচ্ছে। একদিকে জামায়াত, অন্যদিকে বিএনপি। এক দল আজকে কর্মসূচি দেয়, আরেক দল কালকে দেয়।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগ অনলাইন থেকে ভীতি ছড়িয়েছে। ১৫ বছরের যে অর্থনৈতিক সমৃদ্ধি ছিল, সেই টাকা ছড়িয়ে তারা ককটেল নিক্ষেপ করেছে। বাসে আগুন ধরিয়েছে। শেখ হাসিনার রায় ১৭ নভেম্বর ঘোষিত হবে। এটি বাংলাদেশের বিচার বিভাগের জন্য নতুন মাইলফলক।’
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘গণ অভ্যুত্থানের শক্তিকে অনেকে মব বলার চেষ্টা চালিয়েছিল। গত এক বছরে গণ অভ্যুত্থানের শক্তি স্তিমিত হয়ে যায়নি।’