জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। পূর্ব ঘোষিত তফসিল অনুযায়ী গতকাল সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম। কেন্দ্রীয় সংসদের মনোনয়নপত্রের জন্য ৩০০ টাকা ও হল সংসদের জন্য ২৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। প্রথম দিনে চার মনোনয়নপ্রত্যাশী স্বতন্ত্র প্রার্থী সংগ্রহ করেছেন মনোনয়নপত্র। তবে হল সংসদ থেকে এখনো কোনো প্রার্থী সংগ্রহ করেননি মনোনয়নপত্র। গতকাল বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের নিচে জকসুর অস্থায়ী নির্বাচন অফিস থেকে এসব তথ্য জানা যায়। তফসিল অনুযায়ী, আগামী ১৬ ও ১৭ নভেম্বর পর্যন্ত জকসুর প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। হল সংসদের মনোনয়নপত্র বিতরণ হবে হলের অফিস কক্ষ থেকে। এদিকে গতকাল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনি ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে সব ধরনের সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক কার্যক্রম বন্ধ থাকবে।
এ ছাড়া নির্বাচনি প্রচারে কোনো বহিরাগত ব্যক্তি বা প্রতিষ্ঠান অংশগ্রহণ করতে পারবে না। তবে এই বিশ্ববিদ্যালয়ের কোনো সাবেক শিক্ষার্থী রিটার্নিং কর্মকর্তা কর্তৃক ইস্যুকৃত বিশেষ পরিচয়পত্র গ্রহণ সাপেক্ষে নির্বাচনি প্রচারে অংশগ্রহণ করতে পারবেন। কোনো নির্দিষ্ট পূর্ণ প্যানেলের পক্ষে সর্বোচ্চ ৫০ জন, কোনো আংশিক প্যানেলের পক্ষে প্রার্থী প্রতি দুজন এবং প্রত্যেক স্বতন্ত্র প্রার্থীর পক্ষে সর্বোচ্চ দুজন বিশেষ পরিচয়পত্র নিতে পারবেন। এই পরিচয়পত্র একবারই ইস্যু করা হবে এবং তা নির্বাচনি প্রচারের সময়সীমা পর্যন্ত কার্যকর থাকবে।
বিশ্ববিদ্যালয়ে প্রক্টর অধ্যাপক মুহাম্মদ তাজাম্মুল হকের স্বাক্ষরিত আলাদা এক বিজ্ঞপ্তিতে নির্বাচনি শৃঙ্খলা নিশ্চিতকরণ ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্র সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্রকল্যাণ কর্তৃক বিভিন্ন স্থানে ঝুলানো/সাঁটানো ব্যানার, পোস্টার, ফেস্টুন আজ ১৪ নভেম্বর সকাল ১০টার মধ্যে নিজ দায়িত্বে সরিয়ে ফেলার জন্য নির্দেশনা দেওয়া হয়।
এদিকে গতকাল বিকালে জকসু ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র দাখিলের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত লাইব্রেরি বন্ধ রাখার প্রতিবাদে প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেছেন লাইব্রেরি পড়ুয়া শিক্ষার্থীরা। আগামী রবিবারের মধ্যে এ সিদ্ধান্ত বাতিল করে লাইব্রেরি খোলার জন্য দাবি জানিয়েছেন তারা।