চোখে আঙুল দিয়ে হকিতে বাংলাদেশের অবস্থানটা দেখিয়ে দিল পাকিস্তান। গতকাল তিন ম্যাচ হকি সিরিজের প্রথম ম্যাচে মওলানা ভাসানী স্টেডিয়ামে সিগফ্রাইড আইকম্যানের শিষ্যদের ৮-২ গোলে উড়িয়ে দিয়েছে সফরকারী পাকিস্তান। সিরিজ শুরুর আগে পাকিস্তানের চোখে চোখ রেখে সমানতালে লড়াইয়ের কথা দিয়েছিল বাংলাদেশ। কিন্তু পাকিস্তানের কাছে পাত্তাই পেলেন না রেজাউল করিম বাবুরা। ম্যাচজুড়ে পাকিস্তানের পেনাল্টি কর্নার সামলাতেই হিমশিম খেয়েছেন তারা। হঠাৎ আক্রমণে হুজায়ফা একটি গোল করেন। আমিরুল ইসলাম আরেকটি গোল করেন পেনাল্টি কর্নার থেকে। অনূর্ধ্ব-২১ দলের এ দুজনের দুটি গোল ছাড়া ম্যাচে বাংলাদেশের তেমন কিছুই ছিল না। বিপরীত দিকে পাকিস্তানের পক্ষে আরফাজ ও নাদিম দুটি করে গোল করেন। এ ছাড়া একটি করে গোল করেন আম্মাদ ভাট, গজনফার, শহীদ হান্নান ও রানা ওয়াহিদ। ম্যাচের চার মিনিটে বাংলাদেশের রক্ষণের রোমান সরকার প্রতিপক্ষের স্টিকের আঘাতে মাথায় আঘাত পান। নীল টার্ফে রক্তও ঝরেছে। সেই রক্ত মুছতে পানি ঢালতে হয়েছে। রক্তাক্ত হয়ে চেষ্টা করলেও পরাজয় এড়াতে পারেননি রোমানরা। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টি আজ। তৃতীয় ম্যাচ হবে রবিবার। সব ম্যাচই হচ্ছে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে।