দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে গতকাল প্রকাশ করা হয়েছে নতুন নাটক ‘ইশারা’। নাটকটি নির্মাণ করেছেন দর্শকপ্রিয় নির্মাতা মাহমুদ মাহিন। নিবেদনে বসুন্ধরা হাউজিং। ভিন্ন ধাঁচের এই নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন এই সময়ের জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান, সঙ্গে রয়েছেন আইশা খান। এ ছাড়াও আরও অভিনয় করেছেন শামীমা নাজনীন, এমএনইউ রাজু, শরিফুল ও আশরাফ টুলু। নাটক প্রসঙ্গে নির্মাতা মাহমুদ মাহিন বলেন, ‘মানুষ তার অনুভূতি প্রকাশ করে ‘কথা’র মাধ্যমে। এই ছোট্ট শব্দটির ভিতরই লুকিয়ে আছে মানব জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ আর সবচেয়ে বড় অভিশাপও। ‘ইশারা’ মূলত সে ‘কথা’র শক্তি ও দুর্বলতার গল্প।’ ক্যাপিটাল ড্রামার নতুন এই নাটকে অভিনয় প্রসঙ্গে ফারহান জোভান বলেন, ‘ইশারা’ পুরোপুরি একটা ফ্যামিলি ড্রামা, স্বামী-স্ত্রীর সম্পর্ক, বোঝাপড়া আর নীরবতার ভিতর লুকানো ভালোবাসার গল্প। আমার চরিত্রটি ছিল বোবা, যে কথা বলতে পারে না। সংসারে কথা থাকলে যেমন অনেক কিছু ঘটে, তেমনি না বললেও ঘটে। সেই আবেগ আর নিস্তব্ধতার ভিতরের গল্প নিয়েই ‘ইশারা’। দর্শক নিশ্চয়ই গল্পটি উপভোগ করবেন। ক্যাপিটাল ড্রামার সঙ্গে এটি আমার দ্বিতীয় কাজ, ইনশা আল্লাহ ভালো লাগবে।’
আইশা খান বলেন, ‘গল্পটি বেশ ইউনিক, আমরা সবাই অনেক যত্ন নিয়ে কাজ করেছি। দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পাব।’ নাটকটিতে রয়েছে একটি মৌলিক গান ‘ইশারা’। গেয়েছেন সালমান জাইম ও মাশা ইসলাম। গীতিকার মুবতাশীম মাহী আর সুর ও সংগীতে সালমান জাইম। নাটকটির প্রযোজক ও ক্যাপিটাল ড্রামার হেড আনোয়ারুল আলম সজল জানান, ‘দর্শকরা এখন গল্পনির্ভর কাজ দেখতে চান। ‘ইশারা’ সে ধরনেরই একটি নাটক।’