বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে আশাশুনি উপজেলাকে একটি আধুনিক ইকোনমিক জোনে রূপান্তর করা হবে।
তিনি বলেন, উপকূলীয় এ অঞ্চলে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটের উন্নয়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, উন্নত স্বাস্থ্যসেবা, সুপেয় পানি ও স্যানিটেশন ব্যবস্থার আধুনিকায়ন নিশ্চিত করা হবে। গতকাল বিকালে আশাশুনি উপজেলার চৌরাস্তার বালুর মাঠে অনুষ্ঠিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপি যখনই রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তখনই এ দেশে উৎপাদন ও উন্নয়নের রাজনীতি শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স ম হেদায়েতুল ইসলাম।