একই দিনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্তে জনপ্রত্যাশার প্রতিফলন ঘটেনি বলে জানিয়েছেন খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাছিত আজাদ। গতকাল পাঠানো এক বিবৃতিতে তিনি এই প্রতিক্রিয়া জানান।
খেলাফত মজলিসের আমির বলেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট হওয়ায় সনদ বাস্তবায়ন ঝুঁকিপূর্ণ হবে। একই দিনে দুই নির্বাচন আয়োজনের সক্ষমতা নিয়ে জনমনে সংশয় রয়েছে। নির্বাচন কমিশন সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে পারবে কি না সে প্রশ্নও রয়েছে। এতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে আরও জটিলতা সৃষ্টি হতে পারে। জুলাই জাতীয় সনদ-২০২৫ বাস্তবায়নে সরকার আন্তরিক হলে গণভোট জাতীয় নির্বাচনের আগে করা সম্ভব।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই জাতীয় সনদ-২০২৫ বাস্তবায়ন আদেশ জারির সিদ্ধান্ত ইতিবাচক এবং জন অভিপ্রায়ের বহিঃপ্রকাশ। এটি জনগণের কাঙ্ক্ষিত সংস্কারের প্রত্যাশা পূরণে এক ধাপ অগ্রগতি বলেও জানান তিনি।