আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) ট্রাস্টের দক্ষিণ এশিয়া কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান আনন্দ মহল সরকার বলেছেন, নির্বাচনের আগে ও পরে সমগ্র দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে। তিনি বলেন, দেশে শান্তি প্রতিষ্ঠায় আগামীতে সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার লক্ষ্যে সংখ্যালঘু, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন, যা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পূর্বশর্ত। গতকাল পল্টনে সংগঠনের কার্যালয়ে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।
আনন্দ মহল সরকার আরও বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনি এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার ও ব্যবহারকারীদের দমন কার্যক্রম জোরদার করতে হবে। এআই প্রযুক্তি ব্যবহার করে সমাজমাধ্যমে ভুল ও মিথ্যা তথ্যের প্রচার রোধ করতে হবে।
নির্বাচন পর্যবেক্ষণের জন্য বিদেশ থেকে আগত প্রাক-পর্যবেক্ষক প্রতিনিধি, পর্যবেক্ষক ও সাংবাদিকরা যাতে নিরাপত্তার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন তার জন্য সব প্রকার সহযোগিতা নিশ্চিত করতে হবে। এ সময় সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।