কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি ঘিরে গতকাল রাজধানীজুড়ে ছিল চাপা আতঙ্ক। তবে জননিরাপত্তায় বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানও ছিল। এ অবস্থায় সড়কে যান চলাচল ছিল একেবারে কম। যদিও বিকালের পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ নির্ধারণের দিন ছিল গতকাল। এর বিপরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ লকডাউন কর্মসূচি ঘোষণা করেছিল। তবে এদিন কার্যত উধাও ছিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। অবশ্য ভোর থেকে রাত পর্যন্ত মাঠে সক্রিয় ছিলেন জামায়াত-শিবির, এনসিপিসহ ৮-দলীয় জোটের নেতা-কর্মীরা। ফজরের নামাজের পরপরই জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিতে থাকেন। সরেজমিন রাজধানীর মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয়সরণি, ফার্মগেট, খামারবাড়ি, মহাখালী ও কুড়িল বিশ্বরোড এলাকা ঘুরে দেখা গেছে, সপ্তাহের শেষ কর্মদিবসে এদিন সড়কে যানবাহনের সংখ্যা কম ছিল। রাস্তায় যাতায়াতকারী মানুষের সংখ্যাও ছিল কম। যারা এর মধ্যেও বের হয়েছেন, তাদের চোখমুখে ছিল ভয়ের ছাপ। অবশ্য সড়কের বিভিন্ন স্থানে ছোট ছোট দলে মোতায়েন ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা। এদিকে বিভিন্ন স্থানে নাশকতা চালানোর প্রতিবাদে গতকাল দুপুরে গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেয় বিক্ষুব্ধ লোকজন। এ সময় তারা কার্যালয়ের দেয়ালে থাকা শেখ মুজিবুর রহমানের গ্রাফিতি ভাঙচুর করে। ভবনের নিচতলা ও চতুর্থ তলায় কিছু ব্যানার ও ময়লা জড়ো করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। আর কার্যালয়ের সামনে তারা স্লোগান দিতে থাকে, ‘আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ ‘গোপালগঞ্জের গোলাপি আর কতকাল জ্বালাবি’ ‘যুবলীগের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ ইত্যাদি। ‘বিক্ষুব্ধ জনতা’ ছাড়াও কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। ঘটনাস্থল থেকে শরীফ ও ইসমাইল নামে দুই ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে পুলিশের হাতে তুলে দেন তারা। পল্টন মডেল থানার এসআই নিশাত সুলতানা জানান, আটক দুই ব্যক্তির সঙ্গে আওয়ামী লীগের কোনো যোগসূত্র রয়েছে কি না, সেটি খতিয়ে দেখা হচ্ছে।
এদিন রাস্তায় সাধারণ মানুষের চলাচল কম হলেও কর্মজীবীদের নিজ নিজ কর্মস্থলে যেতে দেখা গেছে। গণপরিবহন কম থাকায় তাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, আবার ভিড়ের মধ্যেও কেউ কেউ গন্তব্যে যান। যেসব স্কুল-কলেজে ক্লাস চলেছে, সেখানে শিক্ষার্থী উপস্থিতির হার ছিল স্বাভাবিকের চেয়ে কম। মিরপুর থেকে অছিম পরিবহনের যাত্রী জাহিদ বলেন, কয়েক দিন ধরে ককটেল বিস্ফোরণ আর বাসে আগুনের ঘটনা ঘটছে। অনেকে ভয় পেয়ে বের হচ্ছে না। কাউকে কাউকে চাকরির জন্য বের হতেই হয়।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন ঘিরে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বাড়ানো হয় নিরাপত্তাব্যবস্থা। বিমানবন্দর, রেলস্টেশন, মেট্রোরেল স্টেশন, নৌ, বাস টার্মিনালসহ সব গণপরিবহন কেন্দ্র কঠোর নজরদারিতে রাখা হয়। বিশেষ করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কমলাপুর রেলস্টেশন ও উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল বেশি। পুলিশ বলছে, কোনো সুনির্দিষ্ট হুমকি না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যগুলোকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং সে অনুযায়ী সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে।
কয়েক দিনে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ব্যবসাপ্রতিষ্ঠান ও যানবাহনে ককটেল বিস্ফোরণ এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় ও ঝটিকা মিছিল করতে গিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকালও মিরপুর ১৪ এলাকা থেকে দুটি ককটেলসহ একজনকে গ্রেপ্তার করে পুলিশ। সকালে ধানমন্ডি ৩২ নম্বর থেকে সন্দেহভাজন এক কিশোর এবং দুপুরে এক যুবককে আটক করে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, আটক কিশোরের পরনে ছিল প্যান্ট, কোট ও টাই, হাতে একটি ব্যাগ, যা থেকে কিছু কাগজপত্র ও আলামত জব্দ করা হয়। পরে যাচাই-বাছাই শেষে তাকে ছেড়ে দেওয়া হয়। এর আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি জোনের সহকারী কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, কিশোরের আচরণ সন্দেহজনক এবং জিজ্ঞাসাবাদের সময় তার বক্তব্যে অসংগতি পাওয়া গেছে। আটক যুবকের পরিচয় ও উদ্দেশ্য যাচাইয়ে গোয়েন্দা সংস্থার সহায়তা নেওয়া হচ্ছে।
, মাঠে জামায়াত-শিবির-এনসিপি : লকডাউন ডেকে কার্যত ‘উধাও’ ছিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তবে ভোর থেকে রাত পর্যন্ত মাঠ ছিল জামায়াত-শিবির ও এনসিপির নেতা-কর্মীদের দখলে। ফজরের নামাজের পরপরই জামায়াত-শিবির নেতা-কর্মীদের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিতে দেখা যায়। সকাল সাড়ে ৬টার দিকে রামপুরা বাজারে দলটির নেতা-কর্মীদের অবস্থান নিতে দেখা যায়। এ সময় তারা আওয়ামী লীগের ‘নাশকতা’ প্রতিরোধে বিভিন্ন স্লোগান দেন। সকালে রাজধানীর পল্টন-গুলিস্তান জিরো পয়েন্ট-জাতীয় প্রেস ক্লাব এলাকায় বড় বিক্ষোভ মিছিল বের করে জামায়াত ঢাকা মহানগর দক্ষিণ শাখা। আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে রাজধানীর ১৪ পয়েন্টে অবস্থান নেয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এলাকাগুলো হলো শাহবাগ, রামপুরা, মহাখালী, গুলিস্তান, বাহাদুরশাহ পার্ক, চিটাগাং রোড, যাত্রাবাড়ী, গাবতলী, ধানমন্ডি-৩২, মিরপুর ১০, সায়েন্সল্যাব, উত্তরা বিএনএস, খিলক্ষেত। ভোরেই ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের নেতৃত্বে ঢাকা কলেজ থেকে একটি মিছিল শুরু হয়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। নাশকতা ঠেকাতে অবস্থান নিতে দেখা গেছে জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম শরিক এনসিপি, ইনকিলাব মঞ্চ, জুলাই ঐক্যের মতো সংগঠনগুলোকে। মাঠে ছিল ইসলামী আন্দোলনসহ অন্য ইসলামি দলগুলোও। অন্যদিকে বিএনপিকে মাঠে সক্রিয় দেখা যায়নি। তবে মেরুল বাড্ডা, কারওয়ান বাজার এলাকায় ধানের শীষের পক্ষে ভোট চেয়ে মিছিল করতে দেখা গেছে স্থানীয় বিএনপির কিছু নেতা-কর্মীকে।
বিভিন্ন স্থান থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো আরও খবর-
বরিশাল : বরিশালের উজিরপুর উপজেলায় ওয়ার্ড বিএনপি কার্যালয়ে ও নগরীতে পরিত্যক্ত ট্রাকের চাকায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনের প্ল্যাটফর্মের পশ্চিম প্রান্তে পটকা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টির ঘটনা ঘটেছে। বুধবার রাত ১০টার দিকে পটকা ফাটানো হয়। পুলিশ বলছে, আতঙ্ক সৃষ্টির জন্য কে বা কারা পটকা ফাটিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া : ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে চট্টগ্রামগামী তূর্ণা নিশীথা এক্সপ্রেস, বিজয় এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন প্রায় এক ঘণ্টা রেলস্টেশনে আটকা পড়ে। বুধবার রাত ২টার দিকে সদর উপজেলার দুবলা এলাকায় এ ঘটনা ঘটে।
কক্সবাজার : কক্সবাজার শহরে দুটি অগ্নিকাণ্ড ঘটেছে। এর মধ্যে বুধবার রাতে বাজারঘাটা এলাকার একটি বহুতল মার্কেট ও বাস টার্মিনালসংলগ্ন রেললাইনে আগুন লাগে। কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক তানহারুল ইসলাম জানান, মার্কেটের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত। তবে কীভাবে লেগেছে তা নিশ্চিত নই।
যশোর : যশোর শহরের উপশহর পার্কসংলগ্ন এলাকায় পার্কিং করে রাখা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল ভোরে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
খুলনা : খুলনা সদর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সেরেস্তায় আগুনের ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে কয়েকটি প্লাস্টিকের চেয়ার পুড়ে যায়।
শরীয়তপুর : গতকাল ভোরে শরীয়তপুর জেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠন জাজিরায় পদ্মা সেতুর সামনে এক্সপ্রেসওয়ে অবরোধ করে। এ সময় একটি ট্রাকে আগুন দেওয়া হয়। এতে পদ্মা সেতুর যান চলাচল প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকে। শরীয়তপুর বাসস্ট্যান্ড থেকে সীমিত আকারে বাস চলাচল করে।
গোপালগঞ্জ : আওয়ামী লীগের ডাকা লকডাউন কেন্দ্র করে গোপালগঞ্জ শহরের গণপূর্ত ভবনের পার্কিং এলাকায় রাখা মিতসুবিশি কোম্পানির এল ২০০ ডাবল কেবিন একটি পিকআপে (গোপালগঞ্জ-ঠ-১১-০০২৯) দুর্বৃত্তরা পেট্রোলবোমা নিক্ষেপ করে আগুন দিয়েছে। সদর উপজেলার উলপুর গ্রামীণ ব্যাংকেও গভীর রাতে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়েছে। একই রাতে জেলার বিভিন্ন সড়কে গাছ কেটে অবরোধ সৃষ্টি করেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা।
ভাঙ্গা (ফরিদপুর) : ভাঙ্গায় টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। গতকাল সকাল থেকেই ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদি, হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ, ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া বাসস্ট্যান্ড, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের চান্দ্রা ইউনিয়নের পুলিয়া নামক স্থানে বিক্ষোভকারীরা গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এ সময় মহাসড়কে তাদের বিক্ষোভ করতে দেখা যায়। ভাঙ্গা থানা পুলিশ দুপুরে মুনসুরাবাদে মহাসড়কের পাশ থেকে ৩২ বোতল পেট্রোলবোমা উদ্ধার করে।
ঝিনাইদহ : ঝিনাইদহ-২ আসনের সাবেক এমপি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি শিল্পপতি নাসের শাহরিয়ার জাহেদী মহুলের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করেছে ছাত্র-জনতা। গতকাল সন্ধ্যায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদশী সূত্রে জানা গেছে, সন্ধ্যায় মাগরিবের আজানের পর ছাত্র-জনতা ঝিনাইদহ শহরের বঙ্গবন্ধু সড়কে মহুলের মালিকানাধীন কিংশুক বিপণি ও দোতলায় অবস্থিত বসতবাড়ি লক্ষ করে হামলা চালায়। এ সময় ইটপাটকেল নিক্ষেপ করে বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের আসবাব, জানালার কাচ ও একটি মোটসাইকেল ভাঙচুর করা হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
রাজশাহী : রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান জানান, নগরীর কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যানবাহন চলাচল স্বাভাবিক ছিল।
বগুড়া : বগুড়ার গাবতলীতে রেললাইনের ফিশপ্লেট খুলে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গতকাল ভোরে রেললাইন রক্ষণাবেক্ষণ দলের নজরে আসে লাইনের দুটি ফিশপ্লেট খোলা অবস্থায় রয়েছে।
বান্দরবান : বান্দরবানের লামায় মশালমিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা। বুধবার রাত ১০টা ৫০ থেকে ১১টা ১০ মিনিট পর্যন্ত লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের হারগাজা এলাকায় এ মশালমিছিল করা হয়। পুলিশ অভিযান চালিয়ে রফিক আলম (৪২) নামে একজনকে গ্রেপ্তার করেছে।
এছাড়া গাজীপুর, নরসিংদী ও রংপুরে লকডাউনের প্রভাব পড়েনি বলে জানান জেলা প্রতিনিধিরা।