বিশ্বজুড়ে আইসক্রিমপ্রেমীদের হৃদয়ে বিশেষ জায়গা করে নেওয়া ব্র্যান্ড বাসকিন-রবিনস এবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করতে যাচ্ছে। এ উপলক্ষে গতকাল রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এবিজি টাওয়ারে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গ্র্যাভিস ফুডস প্রাইভেট লিমিটেড ও বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের মধ্যে অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর হলেও আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয়েছে বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেড ও বাসকিন-রবিনস-এর মধ্যে। উপস্থিত ছিলেন বাসকিন-রবিনস-এর পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ব্যবসা উন্নয়ন বিভাগের মহাব্যবস্থাপক, বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা, বসুন্ধরা গ্রুপের চিফ মার্কেটিং অফিসার জিয়াউল হক সিকদার এবং হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ আবদুল্লাহ। ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা বলেন, বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেড ও বাসকিন-রবিনস-এর মধ্যে এ অংশীদারত্ব বাংলাদেশের মানুষের জন্য আন্তর্জাতিক মানের আইসক্রিম অভিজ্ঞতা উপহার দেওয়ার নতুন দিগন্ত খুলে দেবে। এ অংশীদারত্ব আমাদের যাত্রায় আরেকটি মাইলফলক। বিশ্বমানের ব্র্যান্ড ও অভিজ্ঞতা নিয়ে আসার যে প্রয়াস আমরা চালিয়ে যাচ্ছি, বাসকিন-রবিনস তারই একটি উদাহরণ।
তিনি বলেন, বাসকিন-রবিনস বিশ্বজুড়ে ৩১টি ফ্লেভার এবং গুণগত মানের জন্য সুপরিচিত। আমরাও সেই সব ফ্লেভার নিয়ে আসব, যেন বাংলাদেশের মানুষ বিশ্বের অন্যান্য দেশের মতোই প্রিমিয়াম মানের আইসক্রিম উপভোগ করতে পারেন।
অনুষ্ঠানে জানানো হয়, প্রাথমিকভাবে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে বাসকিন-রবিনস-এর আউটলেট চালু করার পরিকল্পনা রয়েছে। পরে ধীরে ধীরে দেশের প্রধান প্রধান শহরে শাখা খোলা হবে।
১৯৪৫ সালে ক্যালিফোর্নিয়ায় প্রতিষ্ঠিত বাসকিন-রবিনস বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় আইসক্রিম স্পেশালিটি স্টোর চেইন, যার রয়েছে ৫০টিরও বেশি দেশে ৭ হাজার ৮০০টির বেশি আউটলেট।