‘‘আমি ‘দাঙ্গা’ ছবিটি আবার নির্মাণ করতে চাই। এটি আমার দীর্ঘদিনের লালিত একটি স্বপ্ন, কিন্তু পরিতাপের বিষয় হলো, অর্থলগ্নিকারকরা মনে করেন আমার বয়স হয়ে গেছে, তাই হয়তো আমি ছবি নির্মাণ করতে পারব না, এটি ভুল ধারণা, এখনো ছবি নির্মাণের সক্ষমতা আমার আছে এবং এখন আমি নিজেকে নির্মাণে আরও বেশি পরিপক্ব মনে করি,’’ বেশ আক্ষেপ নিয়ে বাংলাদেশ প্রতিদিনকে কথাগুলো বললেন প্রখ্যাত চলচ্চিত্রনির্মাতা ও ‘দাঙ্গা’ ছবির পরিচালক, গল্পকার কাজী হায়াৎ। এ নির্মাতা ১৯৯২ সালে নির্মাণ করেছিলেন এ ছবিটি। মান্না ও সুচরিতা অভিনীত এ ছবি তখন বেশ আলোড়ন সৃষ্টি এবং বাম্পার হিট ব্যবসা করে। নির্মাতা জানান, ছবিটি নির্মাণে তখন ব্যয় হয়েছিল প্রায় ৪০ লাখ টাকা এবং আয় করেছিল ২ কোটি টাকারও বেশি। ছবিটি কেন দর্শক বিশালভাবে লুফে নিয়েছিল? এ প্রশ্নের জবাবে নির্মাতা বলেন, ‘ছবির গল্পটি ছিল রাজনীতিনির্ভর। আমি এতে সরাসরি একজন মন্ত্রীকে দুর্নীতিবাজ হিসেবে দেখিয়েছিলাম। তার হাতে ছিল স্থানীয় সব সন্ত্রাসী, চেয়ারম্যান, মেম্বার সবাই। তাদের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠে এক যুবক। হয়তো এমন প্রতিবাদী গল্পের কারণেই দর্শক ‘দাঙ্গা’ ছবিটি পছন্দ করেছিল।’ ছবিটি ১৯৯২ সালের ২৪ জানুয়ারি মুক্তি পায় এবং ১৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে দুটি বিভাগে পুরস্কার লাভ করে। রাজীব শ্রেষ্ঠ পার্শ্বঅভিনেতা এবং সাবিনা ইয়াসমিন শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী বিভাগে পুরস্কৃত হন। আকাশছোঁয়া জনপ্রিয়তার কারণে এটি ১৯৯৪ সালে কলকাতায় পুনর্নির্মিত হয় এবং সেখানে পরিচালনা করেন স্বপন সাহা ও ছবির প্রধান চরিত্রে অভিনয় করেন চিরঞ্জিত ও সুচরিতা। ছবিটি নির্মাণ সময়ের একটি স্মৃতির কথা উল্লেখ করতে গিয়ে কাজী হায়াৎ বলেন, ‘ছবিতে সুচরিতা ছিল একজন গরিব মেয়ে, তাই তাঁর শাড়িটিও থাকবে পুরোনো ও নোংরা। এ জন্য আমি নিজে একটি শাড়ি কিনে এনে নিজে ধুয়ে শুকাই এবং তাতে ময়লা মেখে তাকে পরাই।’ এদিকে এ সিনেমা মুক্তির ৩২ বছর পেরিয়ে যাওয়ার পরও ‘দাঙ্গা’র মতো আরও একটি সিনেমার অপেক্ষায় আছে সুচরিতা। কারণ, দাঙ্গায় অভিনয়ের জন্য পরবর্তীতেও একাধারে সাড়া পান তিনি। সুচরিতা বলেন, এখনো নানা অনুষ্ঠানে বা কোথাও দর্শকের সঙ্গে দেখা হলে দাঙ্গা সিনেমার কথা বলে থাকেন অনেকে। এদিকে ২০১৭ সালে ‘দাঙ্গা’ ছবিটির সিক্যুয়েল নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন এবং ‘দাঙ্গা-টু’ নির্মাণের ঘোষণা দিয়েছিলেন প্রযোজক ইকবাল। নায়ক মান্না মারা যাওয়ায় তার বিপরীতে শাকিব খানকে নায়কও ঠিক করে ফেলেছিলেন পরিচালক কাজী হায়াৎ। কিন্তু শেষ পর্যন্ত অজ্ঞাত কারণে সেই উদ্যোগ আর বাস্তবায়িত হয়নি। প্রয়াত নায়ক মান্নার সহশিল্পী খলঅভিনেতা রাজীবও মারা গেছেন। তাই কাজী হায়াৎ রাজীবের জায়গায় মিশা সওদাগরকে ঠিক করেছিলেন। ‘দাঙ্গা’ ছবিটি প্রযোজনা করেছিলেন হেলেন মুস্তাফিজ। মৌসুমী কথাচিত্রের ব্যানারে ছবিটি পরিবেশিত হয়। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন- মান্না, সুচরিতা, রাজীব, মিজু আহমেদ, আনোয়ারা প্রমুখ।
শিরোনাম
- পিএসএলের তৃতীয় শিরোপা জিতল সাকিব-মিরাজ-রিশাদদের লাহোর
- মির্জা ফখরুলের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, আটক ২
- ক্লাসেনের ৩৭ বলে সেঞ্চুরি, হায়দরাবাদের রেকর্ড রান
- ফাইনালে রিশাদের লাহোরকে বড় লক্ষ্য দিলো কোয়েটা
- পাকিস্তান সফর থেকে ছিটকে গেলেন মুস্তাফিজ
- জুলাই গণঅভ্যুত্থানে চোখ হারানো ৪ তরুণের বিষপান
- এক-দুই মাসের মধ্যে ৫০ শতাংশ ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে: বিটিএমএ সহসভাপতি
- নির্বাচনের সময়সীমা ৩০ জুন পেরোবে না : প্রেস সচিব
- ফাইনালে রিশাদকে নিয়ে বোলিংয়ে লাহোর, নেই সাকিব-মিরাজ
- শীর্ষে থেকেও স্বস্তিতে নেই গুজরাট টাইটান্স
- শাল গাছ লাগানো, সীমানা চিহ্নিতকরণ কাজের উদ্বোধন করলেন পরিবেশ উপদেষ্টা
- টাকার অভাবে ছিল না আইনজীবী, সত্য স্বীকারে জামিন
- বগুড়ায় ১০ অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার রুটিন প্রকাশ
- নওগাঁয় গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ
- বাংলাদেশের দল ঘোষণা, জায়গা হয়নি সাবিনা-সানজিদার
- দিনাজপুরে গাছে গাছে ঝুলছে রসালো কাঁঠাল
- মে’র ২৪ দিনে এলো ২২৪ কোটি ডলার রেমিট্যান্স
- অন্তর্বর্তী সরকারের অধীনেই অবাধ-নিরপেক্ষ নির্বাচন দেখবে জনগণ : তারেক রহমান
- জুলাই গণ-অভ্যুত্থানে নজরুল প্রাসঙ্গিক হয়ে উঠেছিলেন : ফারুকী
সুচরিতার শাড়িটি কিনে নিজেই ধুয়ে তাকে পরাই : কাজী হায়াৎ
আলাউদ্দীন মাজিদ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর