চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে অভিযোগ করে এর প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল বন্দর শাখা। বন্দর ভবনের প্রধান ফটকের সামনে গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়। দলটির নেতা-কর্মীরা এ সময় ‘বন্দর নিয়ে ষড়যন্ত্র বন্ধ কর, করতে হবে,’ ‘আমার বন্দর আমার মা, এক ইঞ্চিও ছাড়ব না’, ‘ভাড়াটিয়া লোক দিয়ে বন্দর পরিচালনা চাই না’ ইত্যাদি নানান স্লোগান দেন ও একই ধরনের বক্তব্যসংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন।
এতে বক্তব্য দেন শ্রমিক দল বন্দর শাখার সহসম্পাদক মোজাহের হোসেন শওকত, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. হুমায়ুন কবীর, সহসম্পাদক সানোয়ার মিয়া প্রমুখ।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, এনসিটি বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে। বন্দর শ্রমিকরা যে কোনো মূল্যে তা প্রতিহত করবে।
তারা বলেন, এনসিটি বিদেশিদের হাতে দিলে দেশের টাকা বিদেশে চলে যাবে। কর্মহীন হয়ে পড়বেন শ্রমিকরা, যা দেশের স্বার্থবিরোধী। বন্দর পরিচালনার সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। এ দায়িত্ব নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেওয়া উচিত। দাবি না মানলে আগামীতে বন্দর ঘেরাও, লাগাতার কর্মবিরতিসহ কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।