দেশের ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের সভাপতি, সিনিয়র সহসভাপতি ও দুজন সহসভাপতি নির্বাচিত হবেন চেম্বার এবং অ্যাসোসিয়েশন উভয় গ্রুপের ভোটারের সরাসরি এবং গোপন ভোটে। ‘বাণিজ্য সংগঠন বিধিমালায়-২০২৫’ এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদ এবং সাধারণ পরিষদ গঠনের ক্ষেত্রে এমন গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। বিগত সময়ে সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সহসভাপতি নির্বাচিত করতেন পরিচালকরা। এফবিসিসিআইয়ের প্রশাসক হাফিজুর রহমান গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আগামী সপ্তাহে নির্বাচন পরিচালনা বোর্ড গঠন করা হবে। বোর্ড তফসিল ঘোষণা করে নির্বাচনের কার্যক্রম এগিয়ে নেবে। তিনি আরও বলেন, ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতেই নতুন বিধিমালা করা হয়েছে। প্রকাশিত নতুন বিধি মোতাবেক এফবিসিসিআই পরিচালনা পর্ষদে ৪৬ জন পরিচালক থাকবেন। এদের মধ্যে ১২ জন থাকবেন মনোনীত। নির্বাচিত সভাপতি, সিনিয়র সহসভাপতি, সহসভাপতি এবং পরিচালকরা ফেডারেশনের প্রথম সভায় চেম্বার ও অ্যাসোসিয়েশনের বিনিয়োগের পরিমাণ, কর্মসংস্থান এবং বার্ষিক প্রদত্ত রাজস্বের পরিমাণ বিবেচনাক্রমে উপস্থিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে চেম্বার থেকে পাঁচজন, অ্যাসোসিয়েশন থেকে পাঁচজন উইমেন চেম্বার থেকে একজন এবং উইমেন অ্যাসোসিয়েশন থেকে একজন পরিচালক মনোনীত করবেন। নতুন বিধিতে বলা হয়েছে, ফেডারেশনের অধিভুক্ত সব বাণিজ্য সংগঠনের নির্বাচিত সভাপতি পদাধিকার বলে ফেডারেশনের সাধারণ পরিষদের সদস্য হবেন। ফেডারেশনসহ সব বাণিজ্য সংগঠনের নির্বাহী কমিটি বা পরিচালনা পর্ষদে কোনো ব্যক্তি পরপর দুই মেয়াদ শেষে কমপক্ষে একবার বিরতি দিয়ে পরর্বতীতে নির্বাচনে অংশ নিতে পারবেন। বাণিজ্য সংগঠন বিধিমালা-১৯৯৪ এবং এ বিধিমালার আওতায় নির্বাচিত বা মনোনীত সব প্রতিনিধির ক্ষেত্রে এ বিধান প্রযোজ্য হবে। অর্থাৎ শেখ হাসিনা সরকার পতনের পর মাহবুবুল আলমের নেতৃত্বাধীন কমিটির কোনো পরিচালক আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না। দেশের বাণিজ্য সংগঠনগুলোর গঠন, কার্যক্রম, নিবন্ধন, তদারকি ও শৃঙ্খলাসংক্রান্ত বিভিন্ন দিকনির্দেশনা অন্তর্ভুক্ত করে ‘বাণিজ্য সংগঠন বিধিমালা-২০২৫’ গেজেট আকারে গত মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। বিধিমালায় বিশেষভাবে বাণিজ্য সংগঠনের সদস্যপদ, নির্বাচন, বার্ষিক সাধারণ সভা, নিরীক্ষা এবং সংগঠন বাতিলসংক্রান্ত প্রক্রিয়া সুস্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া, সংগঠন পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার জন্য বেশ কয়েকটি নতুন ধারা যুক্ত করা হয়েছে। নতুন বিধিমালার মাধ্যমে ব্যবসায়িক পরিবেশে শৃঙ্খলা ও পেশাদারিত্ব বৃদ্ধির পাশাপাশি সংগঠনগুলোর ওপর সরকারি নজরদারি আরও কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এ বিষয়ে এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক ও ইলেকট্রনিক সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইসাব) সভাপতি মো. নিয়াজ আলী চিশতি গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, একটি কার্যকর এফবিসিসিআই গড়ে তুলতে সংস্কারের যে উদ্যোগ নেওয়া হয়েছিল, আশা করি নতুন বিধিমালার মাধ্যমে তা সফল হবে। নতুন বিধিমালায় নির্বাচন পরিচালনার জন্য একটি স্বতন্ত্র নির্বাচন বোর্ড গঠন করার কথা বলা হয়েছে, যারা সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করবে। তাছাড়া, জাল বা ভুয়া কাগজপত্র দাখিল, ভোটার তালিকায় অনিয়ম অথবা প্রভাব খাটানোর অভিযোগের প্রমাণ মিললে সদস্যপদ বাতিল কিংবা নির্বাচনের প্রার্থিতা স্থগিত করার বিধানও যুক্ত করা হয়েছে। এ ছাড়া, সাধারণ পরিষদের সদস্য সংখ্যা নির্ধারণে নতুন সীমাবদ্ধতা ও মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। কোনো প্রতিষ্ঠান বা সংগঠন জেনারেল বডির সদস্য হতে চাইলে নির্ধারিত সময়সীমা অনুযায়ী নবায়ন, নিরীক্ষা প্রতিবেদন দাখিল, সদস্যপদ ফি প্রদানসহ নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। নির্বাচনি যোগ্যতা ও প্রার্থিতার ক্ষেত্রে সংগঠনের কার্যকর সদস্য হিসেবে নির্ধারিত সময়কাল পূরণ, অতীত কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ এবং প্রাসঙ্গিক কাগজপত্র জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। নতুন বিধিমালার মাধ্যমে নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল করার লক্ষ্যে বিভিন্ন ধারা যুক্ত করা হয়েছে। যা ভবিষ্যতে এফবিসিসিআইয়ের কার্যক্রমে পেশাদারিত্ব ও সুশাসন নিশ্চিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শিরোনাম
- রেকর্ড বইয়ের পাতায় ইংল্যান্ডের স্মিথ
- বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই : মির্জা ফখরুল
- রাজধানীর মিরপুর থেকে ৫০টি দেশীয় বন্যপ্রাণী উদ্ধার
- ভিন্নমত থাকবে, কিন্তু অপরের মতকে সম্মান করতে হবে : আমীর খসরু
- ভারতের হয়ে যে রেকর্ড এখন শুধুই বুমরাহর
- বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলির ঘটনায় ১০ নেতা বহিষ্কার
- পদ্মার ভাঙনে জাজিরায় দিশেহারা কয়েক হাজার মানুষ
- আগামী ৭২ ঘণ্টায় ফেনী জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে
- দেশে আসলো নতুন সুপারম্যান, সঙ্গে আছে জ্যাকি চ্যানও
- সাবালেঙ্কাকে হারিয়ে অঘটন, ফাইনালে অ্যানিসিমোভা
- মেয়েকে নিয়ে প্রথমবারের মতো গান গাইলেন ন্যান্সি
- আবারও ইংলিশ ফুটবলে ফিরছেন হেন্ডারসন
- ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় ক্যামেরুন ও মালাবির দু’টি স্থান
- সংবিধানে পরিবেশ অধিকারকে 'মৌলিক অধিকার' করার প্রস্তাব অ্যাটর্নি জেনারেলের
- মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় গ্রেফতার ৪
- বেরোবিতে ছাত্রীর আত্মহত্যা, লাশ নিয়ে লাইভ করার চেষ্টায় উত্তেজনা
- ১১ জুলাইকে ‘প্রথম প্রতিরোধ দিবস’ ঘোষণা উপদেষ্টা আসিফের
- বিএনপি দেশে দ্রুত গণতান্ত্রিক উত্তরণ চায় : গয়েশ্বর
- বিমানে ‘বোমা থাকার’ ফোনে থামল কাঠমান্ডুগামী ফ্লাইট
- এসএসসি পরীক্ষায় সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের অসাধারণ সাফল্য
এফবিসিসিআই সভাপতি পদে সরাসরি ভোট
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর