দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি হয়েছে। বৃহস্পতিবার বিকালে দুটি ট্রাকে করে ১০ টনের বেশি কাঁচা মরিচ হিলি স্থলবন্দরে প্রবেশ করে। এ আমদানির খবরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারি ব্যবসায়ীরা বন্দরে ভিড় করেন।
গতকাল হিলি পাইকারি বাজারে কাঁচা মরিচের দাম ছিল কেজিপ্রতি ১৪০ থেকে ১৫০ টাকা, যা দুই দিন আগেও ছিল ১০০ থেকে ১৩০ টাকা। তবে দিনাজপুর শহরের খুচরা বাজারে একই দিন কাঁচা মরিচ বিক্রি হয়েছে ২২০ থেকে ২৪০ টাকা কেজিতে। স্থানীয় কাঁচা মরিচ বিক্রেতা আবদুর রহিম বলেন, গত কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে মরিচ খেতের ক্ষতি হয়েছে এবং সরবরাহ সংকটের কারণে মরিচের দাম বেড়েছে।
হিলি আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, দেশের বাজার স্বাভাবিক রাখতে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। হিলি বন্দরে আসা কাঁচা মরিচ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে। আগামী কয়েক দিনের মধ্যেই বাজারে কাঁচা মরিচের দাম কমবে বলে আশা করছি। হিলি স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গ নিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা ইউসুফ আলী জানান, সর্বশেষ গত বছরের ১৪ নভেম্বর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৩টি ট্রাকে ৩১ টন ৮৩ কেজি কাঁচা মরিচ আমদানি হয়েছিল।