আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে আবারও শীর্ষ অবস্থান ধরে রেখেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। University Ranking by Innovation (URI) ২০২৫’-এর ‘টেকনোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশন’ এবং ‘গ্লোবাল টপ ইনোভেটিভ ইউনিভার্সিটিজ’ ক্যাটাগরিতে বাংলাদেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি। ২০২৪ সালেও একই ক্যাটাগরিতে প্রথম হয়েছিল গাকৃবি। বৃহস্পতিবার উরি কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করে। এতে দেখা যায়, আন্তর্জাতিক পরিসরে গাকৃবি রয়েছে শীর্ষ ১০০ উদ্ভাবনী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় ৭৭তম স্থানে এবং গ্লোবাল শীর্ষ ৪০০ ইনোভেটিভ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ৩৩১তম স্থানে, যা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান বলেন, উরি র্যাঙ্কিংয়ে এ অর্জনের পেছনে রয়েছে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের সম্মিলিত পরিশ্রম। এ অর্জন আমাদের উদ্ভাবনমুখী ও টেকসই কৃষিশিক্ষার ‘গ্লোবাল মডেল’ গড়ার পথে আরও দৃঢ় প্রত্যয়ী করেছে।