টিকটক অ্যাকাউন্ট ডিলিট না করায় এক কিশোরীকে গুলি করে হত্যা করেছেন তার বাবা। গতকাল পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে এ ঘটনা ঘটেছে বলে খবর এএফপির।
দেশটির পুলিশ জানিয়েছে, ওই কিশোরীকে টিকটক ব্যবহার না করার জন্য নির্দেশ দিয়েছিলেন তার বাবা। কিন্তু মেয়ে নির্দেশ না মানায় তাকে গুলি করে হত্যা করেন তিনি। প্রথমে ওই হত্যাকাণ্ডকে আত্মহত্যা হিসেবে উপস্থাপন করতে চেয়েছিল পরিবার। তবে তদন্তে বেরিয়ে আসে বাবা নিজেই মেয়েকে হত্যা করেছেন। ঘটনাটিকে ‘অনার কিলিং’ বা পরিবারের সম্মান রক্ষার নামে খুন হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। এ ঘটনার পর অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানে টিকটক অনেক নারীর জন্য আত্মপ্রকাশ ও উপার্জনের একটি মাধ্যম হয়ে উঠেছে। তবে এর ফলে অনেক নারী পারিবারিক ও সামাজিক চাপে পড়ছেন, যার ভয়াবহ পরিণতি দেখা যাচ্ছে এসব সহিংসতায়।