সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত এলাকা থেকে প্রায় ২ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। গতকাল ও বৃহস্পতিবার ৪৮ বিজিবি ব্যাটালিয়নের বিভিন্ন বিওপির টহল দল অভিযান চালিয়ে এগুলো জব্দ করে। জব্দ করা পণ্যের মধ্যে শাড়ি, বিড়ি, গরু ও মহিষসহ বিভিন্ন মালামাল ও পশু রয়েছে।
বিজিবি জানায়, জব্দকৃত পশু ও পণ্যের মধ্যে ভারতীয় শাড়ি, সানগ্লাস, সুপারি, জিরা, বিড়ি, চিনি, সাবান, তেল, গরু ও মহিষ রয়েছে। এগুলোর আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৯৩ লাখ ৬০ হাজার টাকা।
৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হক জানান, সীমান্তে নিরাপত্তার পাশাপাশি চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার রোধে বিজিবির বিভিন্ন কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এসব মালামাল জব্দ করা হয়।