ঢাকার বকশীবাজারে মৌমিতা পরিবহনের দুই বাসের প্রতিযোগিতায় পিষ্ট হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীর বাবা নিহত হয়েছেন। এ ঘটনায় সুষ্ঠু বিচার ও ভুক্তভোগীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে ওই পরিবহনের ১০টি বাস আটকে রেখেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক থেকে বাসগুলো জব্দ করে ক্যাম্পাসে নেওয়া হয়। গতকাল এ রিপোর্ট লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বাসগুলো পড়ে থাকতে দেখা যায়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নিহত জহুরুল হক সেলিম (৫২) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিফাতের বাবা। তিনি পাবনার ঈশ্বরদী উপজেলার বাসিন্দা। রিফাতের সহপাঠীরা জানান, গত মঙ্গলবার মধ্যরাতে মৌমিতা পরিবহনের দুটি বাস যাত্রী তুলতে প্রতিযোগিতার সময় পিষ্ট হয়ে গুরুতর আহত হন রিফাতের বাবা। পরে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। রিফাতের ছোট ভাই ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হত্যা করা হয়েছে। এখন ওর ভাইয়ের চিকিৎসা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এজন্য ঘাতক বাস মালিকপক্ষের কাছ থেকে ক্ষতিপূরণের দাবিতে বাসগুলো আটক করা হয়েছে। বাস আটকের তিন দিন পরও মালিকপক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানান তাঁরা। আটক একটি বাসের চালক বিল্লাল বলেন, ‘মৌমিতা পরিবহনের যে বাস অ্যাকসিডেন্ট করেছে সেটি থানায় রয়েছে। আমাদের বাসের প্রতিযোগিতায় কেউ মারা যায়নি। মালিকপক্ষ আলোচনা করে সমাধান করলে আমাদের বাসগুলো ছেড়ে দেবে। এজন্য আমরা অপেক্ষা করছি।’ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, ‘ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। ক্যাম্পাসের বাইরে এটি ঘটলেও শিক্ষার্থীরা আবেগের জায়গা থেকে বাসগুলো আটক করেছে। এ বিষয়ে মালিকপক্ষ আমাদের সঙ্গে যোগাযোগ করলে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করব।’
শিরোনাম
- বগুড়ার ফাহিমা হত্যায় ঢাকায় স্বামী গ্রেপ্তার
- আমাদের সারের কোনো সংকট নেই : কৃষি সচিব
- তিন দফা দাবিতে শেকৃবি শিক্ষার্থীদের আগারগাঁও অবরোধ
- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭৭৫ কোটি টাকার বাজেট ঘোষণা
- নোয়াখালীতে জলাশয়ে জাতীয় পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি পালিত
- ডাকসু নির্বাচনে ১০ দফা ইশতেহার ঘোষণা ছাত্রদল সমর্থিত প্যানেলের
- তিন দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ
- একসঙ্গে একাধিক রিল যুক্ত করার ফিচার ইনস্টাগ্রামে
- নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত, ঘোষণা হতে পারে আজ
- সুস্থভাবে বাঁচতে হলে হাসতে শিখুন
- একক থেকে ছিটকে দ্বৈতে লড়বেন ৪৫ বছরের ভেনাস
- বিধ্বংসী সেঞ্চুরিতে ক্যারিয়ার সেরা স্থানে গ্রিন
- কুয়েট শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন
- আগারগাঁও ‘ব্লকেড’ কর্মসূচির ঘোষণা শেকৃবি শিক্ষার্থীদের
- উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় বুয়েটের সব পরীক্ষা স্থগিত
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- সারাদেশে বিশেষ পুলিশি অভিযানে গ্রেফতার ১৬৬২
- রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নিয়ে রিভিউ শুনানি পিছিয়ে ৪ সেপ্টেম্বর
- পুঁজিবাজার: সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন
- আবু সাঈদ হত্যা মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ শুরু আজ