বকেয়া বেতনের দাবিতে মানববন্ধনে অংশ নিতে আসার পথে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন মাদরাসা শিক্ষক-কর্মচারী। নিহতের মধ্যে দুজন ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধায়নে পরিচালিত গণশিক্ষা প্রকল্পের শিক্ষক মঈনুল ইসলাম, কর্মচারী আবদুর রশিদ ও মাহেন্দ্রচালক রফিকুল ইসলাম। আহত হয়েছেন আরও চারজন শিক্ষক। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি খুলনার কয়রা উপজেলায়।
গতকাল ডুমু?রিয়া গোলনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একটি জ্বালানি তেলবাহী লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। হতাহতদের সবাই মাহেন্দ্র যাত্রী। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আসাদুল্লাহিল গালিব জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা এখনো আশঙ্কাজনক।
আহত শিক্ষক ও সহকর্মীরা জানান, গণশিক্ষা প্রকল্পে অনুমোদন ও বকেয়া বেতন প্রদানে গড়িমসির প্রতিবাদে গতকাল খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে কয়রা থেকে অংশ নিতে এসে দুর্ঘটনায় শিক্ষক-কর্মচারীসহ তিনজন নিহত ও আরও চারজন আহত হয়েছেন।