রাজধানীর শিক্ষা ভবনের সামনের ফুটপাতে মেট্রোরেল পিলারের পাশ থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪২। গতকাল সকাল সাড়ে ১০টায় ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
শাহবাগ থানার এসআই লাভলু আহমেদ জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করে তারা। আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করে ওই নারীর পরিচয় জানা যায়নি। তবে প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।