চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় বিপুল পরিমাণ ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল (ভিওআইপি) সরঞ্জামসহ মিজান খান (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৭। মঙ্গলবার রাত ১০টায় হালিশহরের বি-ব্লকের একটি বাড়িতে শুরু হওয়া এ অভিযান চলে গতকাল সকাল পর্যন্ত। গ্রেপ্তারকৃত মিজান সন্দ্বীপ উপজেলার আকবর হাট এলাকার বাসিন্দা।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মেজর সানরিয়া চৌধুরী জানান, একটি চক্র দীর্ঘদিন ধরে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে ওই ভবন থেকে ভিওআইপি ব্যবসা পরিচালনা করে আসছিল। তারা বিভিন্ন ব্যক্তির নামে নিবন্ধিত সিমকার্ড ব্যবহার করে বিদেশ থেকে ইনকামিং কলের প্রতারণামূলক ব্যবসা পরিচালনা করছিল। র্যাব, বিটিআরসি ও এনটিএমসি যৌথভাবে অভিযানটি পরিচালনা করে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
অভিযানে ৩০টি সিম বক্স, ১০টি শক্তিশালী সার্ভার, প্রায় ১০ হাজার মোবাইল সিমকার্ড, একাধিক রাউটার, কম্পিউটার এবং নেটওয়ার্কিং সরঞ্জাম উদ্ধার করা হয়। এসব সরঞ্জামের আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা। চক্রের অন্যদের ধরতে র্যাব কাজ করছে বলে জানান মেজর সানরিয়া।