ঢাকার দোহারে হারুন উর রশিদ (৬৫) নামে এক বিএনপি নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সকালে উপজেলার বাহ্রা স্কুলসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। হারুন নয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং আহ্বায়ক কমিটির উপদেষ্টা। তার বাড়ি বাহ্রা গ্রামে। স্থানীয়রা জানান, সকাল ৬টার দিকে গুলির শব্দ শুনে গিয়ে বাহ্রা স্কুলের কাছে হারুনুর রশিদকে পড়ে থাকতে দেখেন কয়েকজন। উদ্ধার করে দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক ডা. তন্বি জানান, একটি গুলি নিহতের মাথা ভেদ করে গাল দিয়ে বের হয়ে গেছে।
স্থানীয় বিএনপির একাধিক নেতা জানান, সম্প্রতি নয়াবাড়ীসহ দোহার উপজেলায় বিএনপির মধ্যে বিভেদ সৃষ্টি হয়। আধিপত্য বিস্তার করতে দুটি গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে এ হত্যাকাণ্ড ঘটছে কি না খতিয়ে দেখা উচিত।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান আলী বলেন, শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে কি না তা জানার চেষ্টা চলছে। লাশের ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।