ডিসিসিআই মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ব্যবসায়িক হয়রানি, ব্যাংকঋণে সুদের উচ্চ হার, আয়কর ও ভ্যাট প্রদানে জটিলতা এবং অসহনীয় যানজটের কারণে ব্যবসা পরিচালন ব্যয় বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি সার্বিকভাবে বিনিয়োগ পরিস্থিতি আশানুরূপ নয়। গতকাল ঢাকা চেম্বার আয়োজিত ‘ব্যবসাবাণিজ্য ও বিনিয়োগ, আইনশৃঙ্খলা, আয়কর ও ভ্যাট, মূল্যস্ফীতি, উচ্চ সুদহার এবং যানজট’ শীর্ষক মতবিনিময় সভায় তারা এসব কথা বলেন। সভায় রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর ও আদাবর অঞ্চলের স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করা হয়। ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, ঢাকা (পশ্চিম) কাস্টমসের অতিরিক্ত কমিশনার মো. মিলন শেখ, ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. আলমগীর কবির প্রমুখ। তাসকীন আহমেদ বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপট, দেশের অভ্যন্তরীণ ব্যবসাবাণিজ্যে উদ্ভূত পরিস্থিতিতে অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলছে, যার ফলে বিশেষ করে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমাদের এসএমই খাতের উদ্যোক্তারা। তিনি ডিসিসিআইর পক্ষ হতে আসন্ন বাজেটে উৎসে করের হার যৌক্তিকভাবে হ্রাস করা, মূসক হার সিঙ্গেল ডিজিটে নির্ধারণ ও অনানুষ্ঠানিক খাতের জন্য ১% হারে মূসক নির্ধারণ করার দাবি জানান। বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, এসএমই খাতে ঋণ প্রবাহ বাড়াতে বাংলাদেশ ব্যাংক গত ১৭ মার্চ একটি মাস্টার সার্কুলার প্রদান করেছে, যেখানে এসএমইদের ঋণ প্রাপ্তির সীমা বৃদ্ধির পাশাপাশি মেয়াদি ঋণের সময়সীমা সাত বছরে উন্নীত করা হয়েছে। ঢাকা (পশ্চিম) কাস্টমসের অতিরিক্ত কমিশনার মো. মিলন শেখ বলেন, সরকারের মোট রাজস্বের প্রায় ৮০% আহরণ করতে হয় জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে, যা অত্যন্ত দুরূহ একটি কাজ। তিনি জানান, মোহাম্মদপুর ও আশাপাশের এলাকায় এ বছর ভ্যাটের প্রবৃদ্ধি প্রায় ১৫-২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত ৩ মাসে এ অঞ্চলের ৯০ শতাংশের বেশি ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্যাটের আওতায় নিয়ে আসা হয়েছে। অনুষ্ঠান শেষে ২৭টি প্রতিষ্ঠানকে ডিসিসিআইর নতুন সদস্যপদ প্রদান করা হয়।
শিরোনাম
- ভিন্নমত থাকবে, কিন্তু অপরের মতকে সম্মান করতে হবে : আমীর খসরু
- ভারতের হয়ে যে রেকর্ড এখন শুধুই বুমরাহর
- বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলির ঘটনায় ১০ নেতা বহিষ্কার
- পদ্মার ভাঙনে জাজিরায় দিশেহারা কয়েক হাজার মানুষ
- আগামী ৭২ ঘণ্টায় ফেনী জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে
- দেশে আসলো নতুন সুপারম্যান, সঙ্গে আছে জ্যাকি চ্যানও
- সাবালেঙ্কাকে হারিয়ে অঘটন, ফাইনালে অ্যানিসিমোভা
- মেয়েকে নিয়ে প্রথমবারের মতো গান গাইলেন ন্যান্সি
- আবারও ইংলিশ ফুটবলে ফিরছেন হেন্ডারসন
- ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় ক্যামেরুন ও মালাবির দু’টি স্থান
- সংবিধানে পরিবেশ অধিকারকে 'মৌলিক অধিকার' করার প্রস্তাব অ্যাটর্নি জেনারেলের
- মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় গ্রেফতার ৪
- বেরোবিতে ছাত্রীর আত্মহত্যা, লাশ নিয়ে লাইভ করার চেষ্টায় উত্তেজনা
- ১১ জুলাইকে ‘প্রথম প্রতিরোধ দিবস’ ঘোষণা উপদেষ্টা আসিফের
- বিএনপি দেশে দ্রুত গণতান্ত্রিক উত্তরণ চায় : গয়েশ্বর
- বিমানে ‘বোমা থাকার’ ফোনে থামল কাঠমান্ডুগামী ফ্লাইট
- এসএসসি পরীক্ষায় সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের অসাধারণ সাফল্য
- ফ্যাসিষ্ট হাসিনার মন্ত্রী আব্দুর রহমানের বিচার দাবিতে মানববন্ধন
- বাসের রেষারেষিতে জাবি শিক্ষার্থীর বাবার মৃত্যু, মৌমিতার ১০ বাস আটক
- লুট হওয়া অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
প্রকাশ:
০০:০০, রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
আপডেট:
০২:২৯, রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
ডিসিসিআই মতবিনিময় সভায় বক্তারা
বিনিয়োগ পরিস্থিতি আশানুরূপ নয়
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর