ডিসিসিআই মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ব্যবসায়িক হয়রানি, ব্যাংকঋণে সুদের উচ্চ হার, আয়কর ও ভ্যাট প্রদানে জটিলতা এবং অসহনীয় যানজটের কারণে ব্যবসা পরিচালন ব্যয় বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি সার্বিকভাবে বিনিয়োগ পরিস্থিতি আশানুরূপ নয়। গতকাল ঢাকা চেম্বার আয়োজিত ‘ব্যবসাবাণিজ্য ও বিনিয়োগ, আইনশৃঙ্খলা, আয়কর ও ভ্যাট, মূল্যস্ফীতি, উচ্চ সুদহার এবং যানজট’ শীর্ষক মতবিনিময় সভায় তারা এসব কথা বলেন। সভায় রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর ও আদাবর অঞ্চলের স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করা হয়। ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, ঢাকা (পশ্চিম) কাস্টমসের অতিরিক্ত কমিশনার মো. মিলন শেখ, ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. আলমগীর কবির প্রমুখ। তাসকীন আহমেদ বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপট, দেশের অভ্যন্তরীণ ব্যবসাবাণিজ্যে উদ্ভূত পরিস্থিতিতে অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলছে, যার ফলে বিশেষ করে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমাদের এসএমই খাতের উদ্যোক্তারা। তিনি ডিসিসিআইর পক্ষ হতে আসন্ন বাজেটে উৎসে করের হার যৌক্তিকভাবে হ্রাস করা, মূসক হার সিঙ্গেল ডিজিটে নির্ধারণ ও অনানুষ্ঠানিক খাতের জন্য ১% হারে মূসক নির্ধারণ করার দাবি জানান। বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, এসএমই খাতে ঋণ প্রবাহ বাড়াতে বাংলাদেশ ব্যাংক গত ১৭ মার্চ একটি মাস্টার সার্কুলার প্রদান করেছে, যেখানে এসএমইদের ঋণ প্রাপ্তির সীমা বৃদ্ধির পাশাপাশি মেয়াদি ঋণের সময়সীমা সাত বছরে উন্নীত করা হয়েছে। ঢাকা (পশ্চিম) কাস্টমসের অতিরিক্ত কমিশনার মো. মিলন শেখ বলেন, সরকারের মোট রাজস্বের প্রায় ৮০% আহরণ করতে হয় জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে, যা অত্যন্ত দুরূহ একটি কাজ। তিনি জানান, মোহাম্মদপুর ও আশাপাশের এলাকায় এ বছর ভ্যাটের প্রবৃদ্ধি প্রায় ১৫-২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত ৩ মাসে এ অঞ্চলের ৯০ শতাংশের বেশি ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্যাটের আওতায় নিয়ে আসা হয়েছে। অনুষ্ঠান শেষে ২৭টি প্রতিষ্ঠানকে ডিসিসিআইর নতুন সদস্যপদ প্রদান করা হয়।
শিরোনাম
- ১২ বছরের শিশুকে ধর্ষণ, হাসপাতালে ভর্তি
- লালমনিরহাটে ঝড়ে লণ্ডভণ্ড শতাধিক ঘরবাড়ি, ব্যাপক ক্ষয়ক্ষতি
- লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়ক ফোর লেন করার দাবিতে মানববন্ধন
- ঢাকার বায়ুদূষণ রোধে হাইকোর্টের রুল
- রংপুরে কালবৈশাখী ঝড়ে নিহত ১, আম-লিচু চাষিদের স্বপ্নভঙ্গের শঙ্কা
- আমিরাতে লেডিস ক্লাবের আয়োজনে বাংলা বর্ষবরণ উৎসব
- শ্রীপুরে বনভূমি দখলমুক্ত করতে অভিযান
- দাঁতের আধুনিক চিকিৎসায় ‘ক্লিয়ার এলাইনার’
- এনসিটিবি থেকে ফ্যাসিস্টের দোসরদের অপসারণের দাবি ছাত্রদলের
- ভাঙ্গায় আধিপত্যের বিরোধ, দুই বাড়িতে আগুন, ভাঙচুর
- খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক সহায়তা
- ইরানের মধ্যস্থতার প্রস্তাবকে স্বাগত জানিয়েছে পাকিস্তান
- শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সচেতনতার কোনো বিকল্প নেই: জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য
- তিন মন্ত্রণালয়কে জরুরি নির্দেশনা
- বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সম্পর্ক চায় পাকিস্তান
- কুমিল্লায় অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের সদস্যসহ আটক ৯
- বিচার বিভাগের স্বাধীনতা ছাড়া গণতন্ত্র টিকতে পারে না: আমির খসরু
- লক্ষীপুরে জলাবদ্ধতা নিরসন শীর্ষক সভা
- সাভারে পোশাককর্মীর মরদেহ উদ্ধার, স্বামী আটক
- সাবেক এনআইডি ডিজির এনআইডি ব্লক করার নির্দেশ
প্রকাশ:
০০:০০, রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
আপডেট:
০২:২৯, রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
ডিসিসিআই মতবিনিময় সভায় বক্তারা
বিনিয়োগ পরিস্থিতি আশানুরূপ নয়
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর