ভারী বৃষ্টিপাতের কারণে মেক্সিকোতে অন্তত ২৭ জনের মৃত্যু এবং বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। তুমুল বৃষ্টির কারণে একাধিক ভূমিধসের পাশাপাশি অনেক পৌরসভা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং কয়েকটি নদীর পানি তীর উপচে লোকালয়েও ঢুকে পড়েছে বলে শুক্রবার জানিয়েছে তারা। হিদালগো রাজ্যের বেসামরিক সুরক্ষা কর্তৃপক্ষ ১৬ মৃত্যু এবং অন্তত ১ হাজার বাড়ি ও কয়েক শ স্কুল ক্ষতিগ্রস্ত হওয়ার খবর দিয়েছে। পুয়েবলো রাজ্যের গভর্নর আলেহান্দ্রো আরমেন্তা বলেছেন, ভূমিধসসহ নানা ঘটনায় অন্তত নয়জনের মৃত্যু হয়েছে এবং আরও পাঁচজন এখনো নিখোঁজ। ভেরাক্রুজ রাজ্যেও দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছে বিবিসি। ‘আমরা জনসাধারণকে সহায়তা, রাস্তা খোলা রাখা ও বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনে কাজ করছি,’ এক্সে দেওয়া পোস্টে বলেছেন প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম। -রয়টার্স
জরুরি বিভাগের কর্মীরা রাস্তায় হাঁটুপানির মধ্যে ত্রাণ নিয়ে যাচ্ছে, এমন ছবিও তিনি পোস্ট করেছেন।
নৌবাহিনীর একটি ভিডিওতে দেখা গেছে, বাহিনীর এক কর্মকর্তা পোজা রিকা শহরের রাস্তায় গলা পর্যন্ত গভীর পানিতে এগোতে এগোতে আটকে থাকা মানুষদের খুঁজছেন। ভারী বর্ষণ ও কাজোনেস নদী উপচে পড়ায় সৃষ্ট বন্যার কারণে ভেরাক্রুজ শহরের বেশির ভাগ অংশ পানিতে তলিয়ে গেছে। মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা পর্যবেক্ষণ, লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা ও বন্যাদুর্গত এলাকার রাস্তাঘাট পরিষ্কারে ৫ হাজার ৪০০ বেশি সেনা মোতায়েন করেছে। এদিকে রেমন্ড ও প্রিসিলা, এ দুই ঝড়ও বাহা ক্যালিফোর্নিয়া উপদ্বীপ ও মেক্সিকোর পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় উপকূলে তুমুল বৃষ্টি ঝরিয়েই যাচ্ছে।