ইরানের পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্যের বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে ভারতের অন্তত ছয়টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। গতকাল ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এবং এনডিটিভিসহ একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের এ পদক্ষেপের আওতায় বিশ্বজুড়ে মোট ২০টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। যেসব ভারতীয় কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে সেগুলো হচ্ছে- অ্যালকেমিক্যাল সলিউশনস, জুপিটার ডাই কেম, গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস, রমনিকলাল এস গোসালিয়া অ্যান্ড কোম্পানি ও পার্সিসটেন্ট পেট্রোকেম ও কাঞ্চন পলিমার্স। -এনডিটিভি
এ নিষেধাজ্ঞার ফলে মার্কিন ভূখণ্ডে বা মার্কিন নাগরিকদের নিয়ন্ত্রণাধীন যে কোনো স্থানে এসব প্রতিষ্ঠানের সম্পদ ও স্বার্থ জব্দ বা ‘ব্লক’ থাকবে। এ ছাড়া এসব কোম্পানির ৫০ শতাংশ বা তার বেশি মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠানগুলোকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হবে। ট্রাম্প প্রশাসন বলছে, এ পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো ইরানের ‘ছায়া নৌবহর’ এবং বিশ্বব্যাপী মধ্যস্বত্বভোগীদের দমন করা, যারা ইরানি তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য পরিবহনে সহযোগিতা করে। এ ছাড়া ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপের ঘোষণাও দিয়েছে, যা ১ আগস্ট থেকে কার্যকর হবে। রাশিয়া থেকে অস্ত্র ও জ্বালানি কেনার বিষয়েও ভারতকে শাস্তি দেওয়ার ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।