আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে হাঙ্গেরি সফরের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, চলতি সপ্তাহেই মধ্য ইউরোপের এ দেশটিতে সফরে যাচ্ছেন তিনি। আরও বলা হয়েছে, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর আরবানের আমন্ত্রণেই দেশটিতে সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এ ঘটনার প্রতিক্রিয়ায় মঙ্গলবার এক বিবৃতিতে আরবানের কঠোর সমালোচনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। পাশাপশি নেতানিয়াহু হাঙ্গেরিতে প্রবেশ করা মাত্র আইসিসির পরোয়ানাকে সম্মান জানিয়ে তাকে গ্রেপ্তার করতে হাঙ্গেরির প্রধানমন্ত্রীর প্রতি আহ্বানও জানিয়েছে আন্তর্জাতিক এই মানবাধিকার সংস্থা।