সুদানের প্রেসিডেন্ট ভবন দখলে নেওয়ার পর এবার আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) কাছ থেকে কেন্দ্রীয় ব্যাংকসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভবন দখলে নিয়েছে দেশটির সেনাবাহিনী। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রয়টার্স। গতকাল এক বিবৃতিতে সেনাবাহিনীর মুখপাত্র নাবিল আবদুল্লাহ বলেছেন, আমাদের বাহিনী আরও সাফল্য অর্জন করেছে। এ সময় শত শত মিলিশিয়া সদস্যকে নির্মূল করা হয়েছে। সুদানের সেনাবাহিনী ও আরএসএফের এ সংঘাত বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মানবিক সংকট সৃষ্টি করেছে বলে জানিয়েছে জাতিসংঘ। তীব্র হতে থাকা এ মানবিক সংকট এরই মধ্যে একাধিক এলাকায় দুর্ভিক্ষ সৃষ্টি করেছে। সংঘাতে অংশ নেওয়া দুই পক্ষের বিরুদ্ধেই যুদ্ধাপরাধের অভিযোগ আছে। আরএসএফ কোথাও কোথাও গণহত্যা চালিয়েছে বলেও অনেকে অভিযোগ করেছেন।
উভয় পক্ষই তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে আসছে। ক্ষমতার দ্বন্দ্ব থেকে শুরু হওয়া যুদ্ধে ২০২৩ সালের এপ্রিলে আধাসামরিক বাহিনী আরএসএফ প্রেসিডেন্ট প্যালেস ও খার্তুমের বেশির ভাগ অংশই দখলে নিয়ে নিয়েছিল। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে সেনাবাহিনী একের পর এক এলাকা পুনঃদখলে নেয়।