তাইওয়ান দ্বীপের কাছে ২৪ ঘণ্টার মধ্যে ১১টি চীনা বেলুন শনাক্ত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। গতকাল দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে তাইপে থেকে এ তথ্য জানিয়েছে ফরাসি গণমাধ্যম এএফপি। প্রতিবেদনে বলা হয়, সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টার মধ্যে বেলুনগুলো দেখা গেছে। বেলুনগুলোর সঙ্গে একই সময়ে তাইওয়ানের কাছে পাঁচটি চীনা সামরিক বিমান ও ছয়টি যুদ্ধজাহাজ শনাক্ত করা হয়।
২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত এএফপির হিসাব অনুযায়ী, এটি ছিল সর্বোচ্চ সংখ্যক বেলুনের রেকর্ড। চীন দীর্ঘদিন থেকে গণতান্ত্রিক তাইওয়ানকে তাদের নিজস্ব ভূখণ্ডের অংশ হিসেবে জোর দাবি করে আসছে এবং দ্বীপটিকে তাদের নিয়ন্ত্রণে আনতে বলপ্রয়োগের হুমকি দিয়েছে। তবে তাইওয়ান নিজেদের একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাবি করছে। সাম্প্রতিক বছরগুলোতে চীন স্বশাসিত দ্বীপটির চারপাশে যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ মোতায়েন বাড়িয়েছে। -এএফপি