ব্রাজিলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বহনকারী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ১২ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন। ফায়ারফাইটার ও স্থানীয় মিডিয়ার বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। বার্তা সংস্থাটি জানায়, বৃহস্পতিবার গভীর রাতে দেশটির সাও পাওলো রাজ্যের দক্ষিণপূর্বাঞ্চলীয় শহর রিবেইরাও প্রেতো শহরে এ দুর্ঘটনা ঘটে। খবরে বলা হয়েছে, বাসটি ইউনিফ্রান্স নামে পরিচিত ফ্রাঙ্কা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহন করছিল। পথিমধ্যে একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে বেশির ভাগই বাড়ি ফিরে গেছে। -রয়টার্স