আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের অভিযোগে ২৯ জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করেছে ভারতীয় কোস্টগার্ড। জব্দ করা হয়েছে তাদের মাছ ধরার ট্রলারটিও।
শনিবার গভীর রাতে ভারতীয় জলসীমায় প্রবেশের অভিযোগে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী তাদের আটক করে। পরে রবিবার সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশের হাতে তাদের তুলে দেওয়া হয়। দুপুরে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের জেল হেফাজতের নির্দেশ দেন।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, মাঝসমুদ্রে মাছ ধরতে গিয়ে পথ হারিয়ে তারা ভারতীয় জলসীমায় ঢুকে পড়েন। তবে এর পেছনে কোনো অসৎ উদ্দেশ্য আছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা।
এদিকে, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হাসখালী থানা পুলিশ নারী–পুরুষসহ আরও ১০ বাংলাদেশিকে গ্রেফতার করেছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন উমরপুর গ্রামে কয়েকজন বাংলাদেশি নাগরিক আত্মগোপন করে আছে—এমন খবর পেয়ে শনিবার রাতে পুলিশ সেখানে অভিযান চালায়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফদারকৃতদের মধ্যে পাঁচজন নারী ও পাঁচজন পুরুষ। এছাড়া ওই ব্যক্তিদের আশ্রয় দেওয়ার অভিযোগে দুই ভারতীয় দালালকেও আটক করা হয়েছে। রবিবার গ্রেফতারকৃতদের রানাঘাট মহকুমা আদালতে পাঠানো হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
বিডি-প্রতিদিন/মাইনুল