বিরতির সময়ে বড় দুশ্চিন্তায় পড়েছে আর্সেনাল। ব্রাজিলের হয়ে খেলতে নেমে কুঁচকিতে চোট পেয়েছেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ ডিফেন্ডার গাব্রিয়েল মাগালিয়াইস। সেনেগালের বিপক্ষে প্রীতি ম্যাচে এ চোটে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।
শনিবার এমিরেটস স্টেডিয়ামে ২-০ গোলে জিতেছে ব্রাজিল, কিন্তু ম্যাচটি শেষ করতে পারেননি ২৭ বছর বয়সী এই সেন্টারব্যাক। ৫৯তম মিনিটে ডান ঊরুতে ব্যথা অনুভব করে মাঠে শুয়ে পড়েন গাব্রিয়েল। চিকিৎসা নেওয়ার পরও খেলা চালিয়ে যেতে পারেননি তিনি, ফলে ৬৪তম মিনিটে তাকে তুলে নেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।
আর্সেনালের ডিফেন্সে গাব্রিয়েল এখন ভরসার নাম। চলতি প্রিমিয়ার লিগ মৌসুমে লিগের সেরা রক্ষণগুলোর একটি হলো আর্সেনাল, ১১ ম্যাচে মাত্র ৫ গোল হজম করেছে তারা—যার পেছনে বড় অবদান এই ব্রাজিলিয়ানের।
তাই তার চোট আর্সেনালের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে। সামনে দলটির গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ—২৩ নভেম্বর প্রিমিয়ার লিগে উত্তর লন্ডন ডার্বিতে প্রতিপক্ষ টটেনহ্যাম, তার তিন দিন পর চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের মুখোমুখি আর্তেতার দল।
ম্যাচ শেষে গাব্রিয়েলের চোটের অবস্থা নিয়ে আনচেলত্তি জানান, পরিস্থিতি বুঝতে আরও পরীক্ষা জরুরি।
'খারাপ? এখনো নিশ্চিত নই। সে অ্যাডাক্টরে চোট পেয়েছে,' বলেন ব্রাজিল কোচ।
বিডি প্রতিদিন/মুসা