সৌদি আরবের সঙ্গে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রয় চুক্তি বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরুর পরিকল্পনাও নিশ্চিত করেছেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
ট্রাম্প বলেন, সৌদি আরব বিপুলসংখ্যক এফ-৩৫ যুদ্ধবিমান কিনতে আগ্রহী। শুধু এফ-৩৫ নয়, আরও অনেক যুদ্ধবিমানও কিনতে চায় তারা। আমি বিষয়টি দেখছি। যুক্তরাষ্ট্র অন্যান্য দেশের মতো পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করবে। তবে এ কারণে পারমাণবিক ওয়ারহেড বিস্ফোরণ ঘটানো হবে কি না তা স্পষ্ট করেননি তিনি।
চলতি সপ্তাহে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ওয়াশিংটন সফরে যাওয়ার কথা রয়েছে। সফরের কয়েকদিন আগে যুদ্ধবিমান বিক্রির এই কথা সামনে এল। সৌদি প্রিন্সের সফরে ২ দেশের মধ্যে অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক নিয়ে একাধিক চুক্তি স্বাক্ষর হতে পারে বলে আশা করা হচ্ছে।
তবে পেন্টাগনের একটি গোয়েন্দা প্রতিবেদনে সম্ভাব্য এফ-৩৫ চুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সেখানে এ বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/কামাল