কলকাতার ইডেন গার্ডেন্সে টেস্টের চার ইনিংসের একটিতেও দুইশ রানের দেখা মিলেনি। সোয়া একশ রানের লক্ষ্যও ছুঁতে পারেনি ভারত। ব্যাটসম্যানদের এমন ব্যর্থতা নিয়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩০ রানে হারতে হয়েছে গৌতম গম্ভীরের দলকে। তবুও ভারত কোচ স্পষ্ট জানিয়ে দিলেন দায় পিচের নয়, নিজেদের দক্ষতার ঘাটতির।
স্পিন-সহায়ক, অসম বাউন্সের উইকেটে তৃতীয় দিনই ম্যাচ শেষ হয়ে যায়। ঘরের মাঠে ভারত শেষ ৬ টেস্টের ৪টিতেই হারল, যা সাম্প্রতিক সময়ের অন্যতম হতাশাজনক পরিসংখ্যান।
ম্যাচের আগে পরিকল্পনা ছিল স্পষ্ট, টার্নিং উইকেট বানিয়ে প্রোটিয়াদের ফাঁদে ফেলা। সেই ভাবনায় একাদশে রাখা হয়েছিল চার স্পিনার। দক্ষিণ আফ্রিকা নামায় মাত্র দুই বিশেষজ্ঞ স্পিনার নিয়ে। কিন্তু উল্টো সেই ফাঁদেই ধরা পড়ে ভারতই।
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে করে ১৫৯ এবং দ্বিতীয় ইনিংসে ১৫৩ রান। ভারত প্রথম ইনিংসে তুলেছিল ১৮৯; কিন্তু ১২৪ রানের সহজ লক্ষ্য তাড়ায় গুটিয়ে যায় মাত্র ৯৩ রানে।
প্রথম দিন থেকেই পিচ নিয়ে সমালোচনা চলছিল। হারভাজন সিং এটিকে বলেছেন প্যাথেটিক, মাইকেল ভন বলেছিলেন ভয়াবহ। তবে গাম্ভির ভিন্নমত পোষণ করলেন সংবাদ সম্মেলনে।
তিনি বলেন,'আমরা যা চেয়েছি, ঠিক তেমনই উইকেট পেয়েছি। মূল কথা হলো টার্নের বিপক্ষে কীভাবে খেলতে হয় তা জানতে হবে। কিউরেটর খুবই সহায়ক ছিলেন।'
গম্ভীর আরও যোগ করেন,'এই উইকেট ভয়ঙ্কর ছিল না। ১২৪ রান তাড়া করা সম্ভব ছিল। বড় শট খেলা যায় না ঠিকই, কিন্তু ধৈর্য ধরে খেললে রান করা যেত।'
আগামী শনিবার গুয়াহাটিতে শুরু হবে দুই দলের দ্বিতীয় ও শেষ টেস্ট।
বিডি প্রতিদিন/মুসা