গাইবান্ধার সুন্দরগঞ্জে ১৩ বছরের এক স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগে মামলার প্রধান আসামি সজিব মিয়াকে (২০) ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার সজিব মিয়া উপজেলার দক্ষিণ ধুমাইটারী এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।
রবিবার দুপুরে র্যাব-১৩ গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার রাত ১০টার দিকে ঢাকার আশুলিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আসামি সজিব মিয়া পাড়া প্রতিবেশী সম্পর্কে ভুক্তভোগী স্কুলছাত্রীর ফুফা হয়। সেই সুবাদে মাঝে মধ্যে তারা মোবাইলে কথা বলতেন। এর ধারাবাহিকতায় গত ৫ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টার দিকে প্রতিবেশীর মোবাইল ফোন দিয়ে কথা বলে ভুক্তভোগীকে ডেকে নেন সজিব মিয়া। পরে সুকৌশলে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ওই স্কুলছাত্রীকে উপজেলার পূর্ব ঝিনিয়া এলাকার একটি বাঁশ ঝাড়ে নিয়ে যায়। এরপর রাত সাড়ে ১২টার দিকে সজিব মিয়া ও তার সহযোগীরা মিলে ওই স্কুলছাত্রীকে ইচ্ছার বিরুদ্ধে পালাক্রমে গণধর্ষণ করে। পরে ভুক্তভোগী নিজে বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় গণধর্ষণের মামলা করেন। ঘটনার পর থেকেই গ্রেপ্তার এড়াতে আসামিরা আত্মগোপনে ছিলেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে আসামিদেরকে গ্রেপ্তারে র্যাব ছায়াতদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় শনিবার ১৫ নভেম্বর দিবাগত রাত ১০টার দিকে যৌথ অভিযান পরিচালনা করে র্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধা ও র্যাব-৪ সিপিসি-২ সাভার ক্যাম্প। এসময় ঢাকার আশুলিয়া থানার কাঠগড়া এলাকা থেকে মামলার প্রধান আসামী সজিব মিয়াকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম