মেঘনা নদীর বরিশালের হিজলায় অভিযান করে নিষিদ্ধ ঘোষিত তিনটি বেহুন্দি জাল, ১০টি নোঙ্গর ও চারটি নৌকা আটক করা হয়েছে। রবিবার হিজলা উপজেলার মৎস্য বিভাগ, সেনাবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানে এসব আটক করা হয়।
হিজলা উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, মেঘনা নদীর চর দূর্গাপুর এলাকায় অভিযান করা হয়। এ সময় তিনটি বেহুন্দি জাল, সরঞ্জামাদি, ১০টি নোঙ্গর ও চারটি ট্রলার জব্দ করা হয়। পরে জাল ও সরঞ্জামাদি পুড়িয়ে ফেলা হয়েছে। ট্রলার ও নোঙ্গর নিলামে বিক্রি করা হবে।
অভিযানে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মো. ইব্রাহিম খলিল ও কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মাসুদ রানার নেতৃত্বে দল সহায়তা করেছে।
বিডি-প্রতিদিন/আশফাক