বিধ্বংসী ঝড় ক্লাদিয়া কয়েক দিন ধরে পর্তুগাল, স্পেন ও ব্রিটেনে তাণ্ডব চালাচ্ছে। তীব্র ঝড়ো বাতাস ও ভারী বৃষ্টিপাতে ব্যাপক বন্যা সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার শুরু হওয়া এই ঝড় শনিবারের মধ্যে ব্রিটেন ও আয়ারল্যান্ডের কিছু অংশে পৌঁছে গেছে।
যার প্রভাবে পর্তুগালে ৩ জনের মৃত্যু ও বহু মানুষ আহত হয়েছেন। অন্যদিকে ব্রিটেনের ইংল্যান্ড ও ওয়েলসের অনেক এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়েছে।
উদ্ধারকারীরা বৃহস্পতিবার পর্তুগালের লিসবনের ফেরনাও ফেরো এলাকায় পানিতে ডুবে যাওয়া একটি বাড়ি থেকে বয়স্ক দম্পতির মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তারা রাতে পানি বাড়তে থাকায় বাড়ি থেকে বের হতে পারেননি।
আঞ্চলিক সিভিল প্রোটেকশন কমান্ডার ভিতর ভাজ পিন্টো জানান, পর্তুগালের দক্ষিণাঞ্চলীয় শহর আলবুফেইরায় ঝড়টির আঘাতে একটি ক্যাম্পিং এলাকায় বেশকিছু ক্যারাভান ক্ষতিগ্রস্ত হয়। সেখানে ৮৫ বছর বয়সী এক ব্রিটিশ নারী নিহত হয়েছেন। শহরটির একটি হোটেলে অবস্থান করা ২৮ জন আহত হয়েছেন। যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
শনিবার এক বিবৃতিতে পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলু হ্যাবেলু দ্য সুজা আলবুফেইরাতে নিহতের পরিবারের প্রতি গভীর শোক ও আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এদিকে, শনিবার ব্রিটেনে তীব্র বন্যা দক্ষিণ-পূর্ব ওয়েলসের মোনমাউথ শহর ও আশপাশের এলাকাগুলোকে বিপর্যস্ত করে দিয়েছে। সাউথ ওয়েলস ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, তারা উদ্ধার অভিযান, বাসিন্দা সরিয়ে নেওয়া ও বিভিন্ন এলাকায় পরিদর্শন কাজ চালিয়ে যাচ্ছেন।
ওয়েলশ সরকারের একজন মুখপাত্র বলেন, টানা বৃষ্টি ও নদীর পানি ওয়েলসের বিভিন্ন অংশে ব্যাপক বন্যা সৃষ্টি করেছে। এতে ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, পরিবহন ও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভিডিওতে দেখা গেছে, মোনমাউথজুড়ে পানি জমে গেছে। রাতে নিকটবর্তী একটি নদীর পানিতে শহরের কেন্দ্র ও আবাসিক এলাকাগুলো প্লাবিত হয়ে যায়।
ইউরোপে ক্লাদিয়ার মতো ঝড়গুলো পশ্চিম থেকে পূর্বে বয়ে গিয়ে ভারী বৃষ্টি, দমকা বাতাস ও প্রাকৃতিক বিপর্যয় সৃষ্টি করে। এটি ঠাণ্ডা ও মৃদু বায়ুর সংঘর্ষ থেকে শক্তি সংগ্রহ করে।
সূত্র: রয়টার্স
বিডি-প্রতিদিন/এমই