নরসিংদীর শিবপুরে আওয়ামী ফ্যাসিবাদবিরোধী সমাবেশ করেছে উপজেলা বিএনপি। রবিবার বিকাল ৫টায় ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা বালুরমাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু তাহের খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী আবুল হারিস রিকাবদার কালামিয়া। প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মনোনয়নপ্রত্যাশী আকরামুল হাসান মিন্টু।
প্রধান অতিথির বক্তব্যে আবুল হারিস রিকাবদার কালামিয়া বলেন, এই আসনে যারা মনোনয়নপ্রত্যাশী তাদের অনেকের বিরুদ্ধেই নানা অভিযোগ রয়েছে। আমার বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ নেই। সুতরাং আমি যেহেতু ৩০ বছর ধরে এই উপজেলায় বিএনপির সভাপতি। আমি বিশ্বাস করি, এই উপজেলার বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীর সভাপতি।
আমরা যদি এই উপজেলায় ঐক্যবদ্ধ বিএনপি গড়তে পারি, তাহলে আগামী নির্বাচনে আমরা জয়লাভ করতে পারব। সকল অপপ্রচার, অপকৌশল পরিহার করে আসুন আমরা ঐক্যবদ্ধ বিএনপি গড়ি। যারা এই পথে আসবেন না, তাদের চরম মূল্য দিতে হবে।
তিনি বলেন, আমি বিএনপির সভাপতি হিসেবে এ পর্যন্ত ৬টি মিথ্যা মামলার আসামি হয়েছি।
কেউ কেউ আমাকে বিএনপি থেকে বিতাড়িত করতে নানা অপপ্রচার ও ষড়যন্ত্র শুরু করেছে। স্বৈরাচারের আমলে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের কালো হাত যেন আবারও বিস্তৃত হচ্ছে। আমরা দেখছি, সম্প্রতি কেউ কেউ কালো টাকার ছড়াছড়ি করছে। বর্তমানে কালো টাকামুক্ত বিএনপি চায় জনগণ। এটা সবার আকাঙ্ক্ষা।
তিনি আরও বলেন, জনগণ চায় বিএনপি থেকে নিট অ্যান্ড ক্লিন ইমেজের মানুষ প্রার্থী হউক, এমপি হউক। আমরা চেষ্টা করব, বিএনপিকে একটি পরিচ্ছন্ন ও জনগণের দল হিসেবে গড়ার। গত ৫ আগস্টের পর মানুষের মানসিকতার পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনের মধ্যে আমরা যেন নিজেদেরকে খাপ খাইয়ে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মধ্যে দিয়ে একটি সুখী, সমৃদ্ধ, গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে পারি।
বিডি প্রতিদিন/আরাফাত