চলতি বছরের এইচএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষাবোর্ডের উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ৫৮৭ জনের ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছে ১০৮ জন। গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ লাভ করেছে ২৩ জন।
রবিবার (১৬ নভেম্বর) কুমিল্লা শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এই ফল প্রকাশিত হয়।
কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরীন জানান, এ বছরের এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে ২৭ হাজার ১৮১ জন শিক্ষার্থী ৯৪ হাজার ৬৫ টি উত্তরপত্র পুন:নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করে। এর মধ্যে ৫৮৭ জনের ফল পরিবর্তন হয়ে ২৩ জন জিপিএ ৫ লাভ করে। এছাড়াও ১০৮ জন ফেল থেকে পাশ করেন।
কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: শামছুল ইসলাম বলেন, আবেদনকৃত উত্তরপত্রগুলো পুনঃনিরীক্ষণ নীতিমালা অনুযায়ী যাচাই বাছাই শেষে ফলাফল প্রকাশিত হয়েছে।
উল্লেখ্য- এবছর এইচএসসি পরীক্ষায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডে পাসের হার ছিল ৪৮ দশমিক ৮৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল দুই হাজার ৭০৭ জন।
বিডি প্রতিদিন/হিমেল