এইচএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষনে বরিশাল শিক্ষা বোর্ডে ১৮৫ শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। রবিবার বরিশাল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পূন.নিরীক্ষনের ফল ঘোষণা করা হয়।
গত ১৬ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল ঘোষণা করা হয়। এতে বরিশাল বোর্ডে পাসের হার ছিল ৬২.৫৭ ভাগ। জিপিএ-৫ পেয়েছিল ১ হাজার ৬৭ জন শিক্ষার্থী।
ফল পুনঃনিরীক্ষনের জন্য ১০ হাজার ১০৫ শিক্ষার্থীর ৪১ হাজার ১৫১টি আবেদন জমা পড়ে। এতে ১৮৫ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন আরও ১৯ শিক্ষার্থী। এ ছাড়াও ফেল থেকে পাস করেছেন ১৯ শিক্ষার্থী।
পুনঃনিরীক্ষণে আরও ১৯ জন বেড়ে জিপিএ ৫ হয়েছে এক হাজার ৮৬ জন। ফেল থেকে আরো ১৯ জন পাস করায় পাসের সংখ্যা হয়েছে ৩৭ হাজার ৮৫ জন। এ বছর পরীক্ষায় অংশ নিয়েছিল ৫৯ হাজার ২৩৯ জন শিক্ষার্থী।
বিডি-প্রতিদিন/আশফাক