বিখ্যাত কোনো সিনেমার দৃশ্য নয়। তবে কাণ্ডটা ঘটলো সিনেমার মতোই। ফ্রান্সের বিখ্যাত জাদুঘর ল্যুভর। সেখান থেকেই খোঁয়া গেছে অমূল্য সম্পদ। সে ঘটনায় স্বাভাবিকভাবেই তোলপাড় হয়েছে বিশ্ব। আর সেই তোলপাড়ের মধ্যেই সামনে আসছে একের পর এক নাটকীয় প্রমাণ। যা দেখে অনেকেরই চোখ কপালে ওঠার দশা।
ল্যুভর মিউজিয়াম থেকে রাজকীয় অলংকার চুরির পর এবার চোরদের নাটকীয়ভাবে পালানোর ভিডিও ফুটেজ সামনে এসেছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, নির্মাণকর্মীর পোশাকে আসা দুই চোর একটি হাইড্রোলিক লিফট ব্যবহার করে জাদুঘরের দ্বিতীয় তলা থেকে পালিয়ে যাচ্ছে। তারা ঠিক যে উপায়ে এই বিশ্ববিখ্যাত সংগ্রহশালায় প্রবেশ করেছিল, পালানোর জন্যও একই পদ্ধতি অবলম্বন করে।
গত রবিবার দর্শনার্থীদের জন্য বন্ধ থাকা ল্যুভর মিউজিয়ামের অ্যাপোলো গ্যালারি থেকে এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। মাত্র সাত মিনিটের এই অভিযানে চুরি হয়েছে আটটি অমূল্য রাজকীয় অলংকার।
চুরি যাওয়া রত্নগুলোর বাজারমূল্য ১০২ মিলিয়ন ডলারের বেশি। তবে ঐতিহাসিক মূল্যের কারণে এগুলিকে ‘বিক্রির অযোগ্য’ বলে মনে করা হচ্ছে। এর আগে প্রকাশ পাওয়া আরেকটি ফুটেজে দেখা যায়, কীভাবে দর্শনার্থীরা পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময়ও একজন চোর একটি কাঁচের ডিসপ্লে কেস কেটে অলংকার বের করে নিচ্ছিল। এলার্ম বাজানোর পর নিরাপত্তারক্ষীরা ঘটনাস্থলে আসার আগেই চোরেরা এই মূল্যবান রত্ন চুরি করে নিয়ে পালিয়ে যায়। তবে পালিয়ে যাওয়ার সময় সম্রাজ্ঞী ইউজেনির মুকুটটি ক্ষতিগ্রস্ত অবস্থায় ফেলে যায় চোরেরা।
ফরাসি সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, চুরি হওয়া গয়নাগুলির মধ্যে রয়েছে মুকুট, নেকলেস, কানের দুল, এবং ব্রোচ, যাতে হাজার হাজার হীরা এবং অন্যান্য মূল্যবান রত্ন রয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল