যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রোস্টেট ক্যানসারের চিকিৎসার অংশ হিসেবে রেডিয়েশন ও হরমোন থেরাপি নিচ্ছেন। শনিবার তার মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে মুখপাত্র জানান, “প্রোস্টেট ক্যানসারের চিকিৎসা পরিকল্পনার অংশ হিসেবে প্রেসিডেন্ট বাইডেন বর্তমানে রেডিয়েশন থেরাপি ও হরমোন চিকিৎসা নিচ্ছেন।”
মুখপাত্র আরও বলেন, বাইডেনের চিকিৎসার এই নতুন ধাপ প্রায় পাঁচ সপ্তাহ চলবে, যা তার যত্ন ও পুনরুদ্ধার প্রক্রিয়ার এক নতুন পর্যায় নির্দেশ করছে। এর আগে তিনি হরমোনজাত ওষুধ গ্রহণ করছিলেন, যার কথা তিনি চলতি বছরের শুরুতে নিজেই প্রকাশ করেছিলেন।
৮২ বছর বয়সী বাইডেনকে গত মে মাসে “আগ্রাসী ধরণের” প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়, যা তার হাড় পর্যন্ত ছড়িয়ে পড়েছে বলে তার দপ্তর জানিয়েছে।
নিজের অসুস্থতার কথা প্রকাশ করে বাইডেন মে মাসে আশাবাদ ব্যক্ত করেছিলেন। তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, আমরা এই রোগের বিরুদ্ধে জয়ী হতে পারব।”
রাষ্ট্রপতির দায়িত্ব শেষ করে বাইডেন বর্তমানে যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্যের নিজ বাড়িতে অবস্থান করছেন। আগামী মাসে তিনি ৮৩ বছরে পা দেবেন। এ ছাড়া গত সেপ্টেম্বরে তার শরীর থেকে ক্যানসার আক্রান্ত ত্বক অপসারণের অস্ত্রোপচারও করা হয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি, এনবিসি নিউজ
বিডি প্রতিদিন/নাজিম