সকাল থেকেই ভারতের আইফোন প্রেমীদের মধ্যে ছিলো চরম উন্মাদনা। আর সেউ উন্মাদনার অন্য রকম এক রূপই দেখলো বাণিজ্য নগরী মুম্বাই। আইফোন ১৭ কেনার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা ক্রেতাদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। তীব্র বিশৃঙ্খলার সৃষ্টি হওয়ায় পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা কর্মীরাও হিমশিম খেয়েছেন।
মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সের অ্যাপল স্টোরের সামনে শুক্রবার সকালে এই বিশৃঙ্খল চিত্র দেখা যায়। অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, দোকানের কাঁচের দরজার বাইরে বহু মানুষ একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ছেন। ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি এবং হাতাহাতি করছেন। ভিড়ের মধ্যে থেকে একজন লাল শার্ট পরা ব্যক্তিকে টেনে বের করে আনেন নিরাপত্তা কর্মীরা। ওই ব্যক্তি নিরাপত্তা কর্মীকে মারার চেষ্টা করলেও তাকে জোর করে সরিয়ে দেওয়া হয়। এই ঘটনার মাঝেই আরেকজন সাদা শার্ট পরা ব্যক্তি এসে নিরাপত্তা কর্মীর খোঁজখবর নেন। ভিডিওতে আরও দেখা যায়, একজন নিরাপত্তারক্ষী লাঠি হাতে দাঁড়িয়ে আছেন, কিন্তু একা তার পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হচ্ছে না।
এরপর একজন কালো ও সাদা শার্ট পরা ব্যক্তিকে ভিড় থেকে টেনে বের করে নিয়ে যান সামরিক পোশাক পরা এক সশস্ত্র নিরাপত্তারক্ষী।
ঘটনার পর এএনআই নিউজ এজেন্সিকে কয়েকজন ক্রেতা জানান, নিরাপত্তার অপ্রতুলতার কারণেই এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আহমেদাবাদ থেকে আসা মোহন যাদব বলেন, তিনি ভোর ৫টা থেকে লাইনে দাঁড়িয়ে আছেন। তার অভিযোগ, অনেক লোক লাইন ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করায় এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি বলেন, সকাল থেকে অপেক্ষা করছি। কিন্তু এখানে নিরাপত্তার দায়িত্বে যারা আছেন তাদের কোনো দায় নেই। মানুষ লাইন ভাঙছে। নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাদের দায়িত্বহীনতার কারণে পেছনের মানুষরা পণ্য কেনার সুযোগ পাচ্ছে না।
অ্যাপল তাদের নতুন আইফোন ১৭ সিরিজে আইফোন ১৭ প্রো এবং প্রো ম্যাক্স মডেলের পাশাপাশি আইফোন ১৭ এবং নতুন আইফোন এয়ার মডেল উন্মোচন করেছে। ভারতে এই ফোনগুলোর দাম শুরু হয়েছে ৮২ হাজার ৯০০ রুপি থেকে, এবং সর্বোচ্চ দাম ২ লাখ ৩০ হাজার রুপি পর্যন্ত।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজমুল