মিয়ানমারের জান্তা সরকারের নির্বাচনের পরিকল্পনাকে সমর্থন দিয়েছে ভারত। যুদ্ধবিধ্বস্ত দেশটির সাধারণ নির্বাচন পর্যবেক্ষণের জন্য দল পাঠাবে ভারত।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার সাংহাই কোঅপারেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন মিয়ানমারের সামরিক বাহিনীর প্রধান মিন অং হ্লাইং। বৈঠকে তারা উভয় দেশের সীমান্ত অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত, বাণিজ্য ও সহযোগিতা বৃদ্ধির পদক্ষেপ নিয়ে মতবিনিময় করেন।
সাড়ে চার বছর আগে নির্বাচনী জালিয়াতির অভিযোগে শান্তিতে নোবেল বিজয়ী অং সাং সুচির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে উৎখাত করে সেনাবাহিনী, যা এক ভয়াবহ গৃহযুদ্ধের সূত্রপাত করে দেশটিতে।
এদিকে রবিবার এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, মিয়ানমারের আগামী নির্বাচন একটি সুষ্ঠু ও অন্তর্ভূক্তিমূলক উপায়ে অনুষ্ঠিত হবে। এর একদিন আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন মিন অং হ্লাইং। সেখানে মিয়ানমারের নির্বাচনে সমর্থনের বিষয়ে আলাপ করেন দুই নেতা। এ পর্যন্ত নয়টি দল নির্বাচনে অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছে এবং ৫৫টি দল প্রাদেশিক পর্যায়ে নিবন্ধন করেছে। তবে বিরোধী দলগুলো নির্বাচন বয়কট বা এর বিরোধিতা করেছে। মানবাধিকার বিষয়ক গ্রুপগুলো অবশ্য ওই নির্বাচনকে সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের ক্ষমতা কুক্ষিগত করার পরিকল্পান হিসেবে দেখছে। সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/একেএ