সাইবার জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৮৬ জনকে গ্রেফতার করেছে কম্বোডিয়া। বুধবার রাজধানী নমপেনে একটি ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে ৫৭ জন দক্ষিণ কোরিয়ার নাগরিক ও ২৯ জন চীনের।
সাইবার অপরাধবিরোধী কমিশন জানিয়েছে, জালিয়াতি কার্যক্রম পরিচালিত হওয়ার সন্দেহে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১২৬টি কম্পিউটার ও ৩০টি ফোনও জব্দ করা হয়েছে।
তল্লাশিতে দক্ষিণ কোরিয়ার কিম সিয়ক-কি নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। দলটি মঙ্গলবার কম্বোডিয়ায় পৌঁছায়।
জানা গেছে, কর্মসংস্থান সংক্রান্ত প্রতারণা, অবৈধ নিপীড়ন ও দক্ষিণ কোরিয়ান নাগরিকদের প্রতি নির্যাতনের অভিযোগে দেশটির সংসদ এক আদেশ জারি করে। তার অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। এর আগে গত সপ্তাহে কিম জিনের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দল কম্বোডিয়ায় গিয়েছিল।
বৃহস্পতিবার একটি সরকারি কমিশন জানিয়েছে, অবৈধ নেটওয়ার্কগুলোয় কাজ করায় এর আগে বেশ কয়েকজনকে আটক করা হয়েছিল। তাদেরকে দক্ষিণ কোরিয়া ফিরিয়ে নেওয়া হয়েছে।
সম্প্রতি কম্বোডিয়ায় ব্যাপকভাবে বিলিয়ন বিলিয়ন ডলারের জালিয়াতির ঘটনা ঘটেছে। বিশেষজ্ঞরা বলছেন, এতে অন্তত কয়েক হাজার মানুষ জড়িত রয়েছে। কেউ কেউ স্বেচ্ছায় আবার কেউ বা সংগঠিত অপরাধী গোষ্ঠীর খপ্পরে পড়ে এ ঘটনায় যুক্ত হচ্ছেন।
সূত্র: এপি
বিডিপ্রতিদিন/এমই