নিউজিল্যান্ডে শক্তিশালী ঝোড়ো বাতাসের কারণে প্রায় ৯০ হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ফলে ১০০টিরও বেশি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৫৫ কিলোমিটার (৯৬ মাইল) পর্যন্ত পৌঁছেছে।
নিউজিল্যান্ডের আবহাওয়া পরিষেবা জানিয়েছে, এই প্রবল বাতাস সাউথ আইল্যান্ড (দক্ষিণ দ্বীপ) এবং নর্থ আইল্যান্ডের (উত্তর দ্বীপ) দক্ষিণাঞ্চলজুড়ে প্রভাব ফেলছে। পরিস্থিতি গুরুতর হওয়ায় কর্তৃপক্ষ ক্যান্টারবেরি এবং ওয়েলিংটনসহ কেন্দ্রীয় অঞ্চলগুলিতে বিরল রেড উইন্ড ওয়ার্নিং (সর্বোচ্চ সতর্কতা) জারি করেছিল। যদিও কয়েক ঘণ্টা পর তা তুলে নেওয়া হয়।
ঝড়ের তাণ্ডবে নিউজিল্যান্ডের বিভিন্ন স্থানে ঘরের ছাদ উড়ে গেছে। গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ার খবর পাওয়া গেছে। রাজধানী ওয়েলিংটনে গাছের ডাল ভেঙে মাথায় পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
কর্তৃপক্ষ লোকজনকে ঘরে থাকার, ভ্রমণ এড়িয়ে চলার এবং বিদ্যুৎহীন থাকার জন্য প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে। বিদ্যুৎ বিভ্রাট মূলত দক্ষিণ দ্বীপের বাড়িগুলিকেই বেশি প্রভাবিত করেছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, ধীরে ধীরে বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপনের কাজ চলছে।
প্রবল বাতাসের কারণে ওয়েলিংটন শহরে বিমান চলাচল বন্ধ রয়েছে। শহরের বেশ কিছু রাস্তা ও লাইব্রেরিও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এদিকে, বিপর্যয় মোকাবিলায় সহায়তার জন্য ক্যান্টারবেরি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
আবহাওয়া বিভাগ দক্ষিণ দ্বীপ জুড়ে ভারী বৃষ্টির সতর্কতাও জারি করেছে। ক্যান্টারবেরির ওয়াইমাকারিরি নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় স্থানীয় কর্মকর্তাদের আশঙ্ক, নদী উপচে পড়লে স্থানীয় বাসিন্দাদের উদ্ধার অভিযানের প্রয়োজন হতে পারে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুুল