রাশিয়ার দুটি বৃহত্তম তেল কোম্পানির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক স্থগিত হওয়ার পর এই পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র।
এদিকে, এই নিষেধাজ্ঞার জেরে রাশিয়া থেকে তেল কেনা উল্লেখযোগ্যভাবে কমাচ্ছে ভারত। শিল্প সূত্রের বরাতে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।
ওয়াশিংটন বুধবার রাশিয়ার বৃহৎ জ্বালানি কোম্পানি রসনেফট ও লুকওয়েলের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে, যাতে ইউক্রেন যুদ্ধ চালানোর অর্থের জোগান রোধ করা যায়।
রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর থেকে ভারতই রুশ তেলের সবচেয়ে বড় আমদানিকারক হয়ে ওঠে। চলতি বছরের প্রথম নয় মাসে দেশটি গড়ে দৈনিক প্রায় ১৭ লাখ ব্যারেল তেল আমদানি করেছে।
তবে এই রুশ তেল ইস্যুই এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের মধ্যে চলমান বাণিজ্য আলোচনায় বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর আরোপিত ৫০ শতাংশ শুল্কের অর্ধেকই এই তেল আমদানির জন্য আরোপ করেছেন।
সূত্র জানায়, ভারতের সবচেয়ে বড় বেসরকারি রিফাইনারি প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ রাশিয়া থেকে তেল আমদানি ‘বড় পরিসরে কমানো বা পুরোপুরি বন্ধ করার’ পরিকল্পনা করছে। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেছেন, রাশিয়া থেকে তেল আমদানির পুনর্বিন্যাস চলছে এবং রিলায়েন্স ভারত সরকারের নির্দেশনার সঙ্গে সম্পূর্ণভাবে সামঞ্জস্য রেখে কাজ করবে।
ভারতের তেল মন্ত্রণালয় এ বিষয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি।
অন্যদিকে ভারতীয় রাষ্ট্রীয় তেল কোম্পানিগুলোও তাদের রুশ তেল সরবরাহ সংক্রান্ত কাগজপত্র খতিয়ে দেখছে, যাতে নতুন নিষেধাজ্ঞার পর রসনেফট বা লুকওয়েলের কাছ থেকে সরাসরি কোনও চালান না আসে।
যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ জানিয়েছে, আগামী ২১ নভেম্বর পর্যন্ত এই দুটি কোম্পানির সঙ্গে থাকা চুক্তি বাতিল বা নিষ্পত্তি করার সময় দেওয়া হয়েছে।
ভারতের একজন রিফাইনারি কর্মকর্তা বলেন, আমদানি ব্যাপকভাবে কমে যাবে, তবে সঙ্গে সঙ্গে শূন্যে নেমে আসবে না। ২১ নভেম্বরের আগেই বাজারে কিছু চালান পৌঁছাবে।
রাষ্ট্রীয় তেল কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ইন্ডিয়ান অয়েল করপোরেশন, ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্তান পেট্রোলিয়াম এবং ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস। তারা এখন নভেম্বরের পর আসা চালানের বিল অব লোডিং যাচাই করছে, যাতে নিশ্চিত হওয়া যায়—তা রসনেফট বা লুকওয়েল থেকে সরাসরি আসছে না।
তবে বাণিজ্য সূত্র জানায়, ভারতীয় রাষ্ট্রীয় রিফাইনারিগুলো সাধারণত রুশ তেল সরাসরি এই দুটি কোম্পানি থেকে কেনে না, বরং মধ্যস্থতাকারীদের মাধ্যমে কেনে।
গুজরাটের জামনগরে বিশ্বের সবচেয়ে বড় রিফাইনিং কমপ্লেক্স পরিচালনাকারী রিলায়েন্সের রসনেফটের সঙ্গে প্রায় পাঁচ লাখ ব্যারেল দৈনিক তেল কেনার দীর্ঘমেয়াদি চুক্তি রয়েছে। এছাড়া তারা বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমেও রুশ তেল কেনে।
রসনেফট আংশিক মালিকানাধীন নয়ারা এনার্জিও রুশ তেল আমদানি করে থাকে। তবে প্রতিষ্ঠানটি কোনও মন্তব্য করেনি। সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/একেএ