পশ্চিম তীরে ইসরায়েলের সার্বভৌমত্ব বাড়ানোর উদ্যোগের কঠোর নিন্দা জানিয়েছে ফিলিস্তিন। বুধবার ইসরায়েলি সংসদ পশ্চিম তীরের বসতিগুলোতে ইসরায়েলি আইন ও প্রশাসন কার্যকর করার প্রাথমিক অনুমোদন দেয়। এই বিলের পক্ষে ২৫ এবং বিপক্ষে ২৪ ভোট পড়ে। বিলটি এখন সংসদের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটিতে আলোচনার জন্য পাঠানো হয়েছে।
বিলটি উত্থাপন করেন দক্ষিণপন্থী নোয়াম পার্টির একমাত্র সদস্য আভি মাওজ। এই ভোটে সরকার ও বিরোধী দল উভয়ের কিছু সদস্য একে অপরের অবস্থানের বিপরীতে ভোট দেন। ফলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দলের মধ্যেই মতবিরোধ প্রকাশ পায়।
ইসরায়েলের এমন কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের এই পদক্ষেপ অবৈধ। ফিলিস্তিনের ভূখণ্ডে তাদের কোনো এখতিয়ার নেই। মন্ত্রণালয় স্পষ্ট করে বলেছে, পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজা উপত্যকা মিলেই ফিলিস্তিন রাষ্ট্রের ভূখণ্ড—যা ফিলিস্তিনি জনগণ ও তাদের নেতৃত্বাধীন সংগঠন ‘প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন’ (পিএলও)-এর সার্বভৌমত্বের অধীন।
বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েল মাঠে নতুন বাস্তবতা তৈরি করার চেষ্টা করছে, তা সম্পূর্ণ অবৈধ ও অগ্রহণযোগ্য। ফিলিস্তিন এসব পদক্ষেপের বিরোধিতা করবে রাজনৈতিক, কূটনৈতিক ও আইনি পথে।
ফিলিস্তিন আন্তর্জাতিক সম্প্রদায় ও বিভিন্ন সংস্থাকে আহ্বান জানিয়েছে, তারা যেন ইসরায়েলের ভূমি দখলের নীতিকে প্রত্যাখ্যান করে। বুধবার রামাল্লায় পিএলও সদর দপ্তরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া বিভিন্ন দেশের পতাকা প্রদর্শন করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল