সীমান্ত সংঘাত বন্ধে যুদ্ধবিরতিতে পৌঁছানোর লক্ষ্যে মালয়েশিয়ায় বৈঠকে বসেছেন থাইল্যান্ড ও কম্বোডিয়ার নেতারা।
সোমবার পুত্রজায়ায় মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাসভবনে এই বৈঠক শুরু হয়েছে। দেশটির কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।
দুই দেশের মধ্যে শান্তিপ্রতিষ্ঠা প্রক্রিয়ায় মার্কিন ও চীনা কর্মকর্তারাও অংশ নিয়েছেন।
থাইল্যান্ড সরকার বলেছে, আসিয়ান জোটের বর্তমান চেয়ার মালয়েশিয়ার উদ্যোগে আয়োজিত এই আলোচনায় তারা অংশ নিয়েছে।
অন্যদিকে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত বলেছেন, যুক্তরাষ্ট্র এই বৈঠকের সহ-আয়োজক।
মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামা বলেছে, বিবাদমান দুই দেশের প্রতিনিধিদের অনুরোধে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই আলোচনায় সভাপতিত্ব করছেন।
গত মে মাসের শেষ দিকে থাইল্যান্ডের সঙ্গে সীমান্ত সংঘর্ষে কম্বোডিয়ার এক সেনা নিহত হন। এই ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। গত বৃহস্পতিবার আবার সংঘর্ষ শুরু হয়। এক দশকের বেশি সময়ের মধ্যে তা সবচেয়ে ভয়াবহ সংঘাতে রূপ নেয়।
গভীর কূটনৈতিক সংকটের মধ্যে উভয় পক্ষ সীমান্তে সেনাসংখ্যা বাড়ায়। উদ্ভূত পরিস্থিতি থাইল্যান্ডের নাজুক জোট সরকারকে প্রায় পতনের মুখে ঠেলে দেয়।
এদিকে, সংঘাতে রিপোর্ট লেখা পর্যন্ত ৩০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে ২০ জনের বেশি বেসামরিক নাগরিক। সীমান্ত এলাকা থেকে দুই লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/একেএ