থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বন্দুকধারীর হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামলাকারী নিজেও রয়েছেন। তিনি হামলার পর আত্মহত্যা করেন। রবিবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
থাই মেট্রোপলিটন পুলিশ ব্যুরোর ডেপুটি কমিশনার চারিন গোপাত্তা জানান, নিহতদের মধ্যে পাঁচজনই একটি কৃষিপণ্য বাজারের নিরাপত্তারক্ষী ছিলেন। বাজারটি ব্যাংককের ব্যাং সুর জেলায় অবস্থিত এবং স্থানীয় কৃষকদের উৎপাদিত পণ্য বিক্রির কেন্দ্র হিসেবে পরিচিত।
পুলিশ জানায়, হামলাকারীর পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তার হামলার উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এই ঘটনায় কোনো বিদেশি পর্যটক হতাহত হননি বলে নিশ্চিত করেছে থাই কর্তৃপক্ষ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দেখা যায়, হামলার সময় একজন ব্যক্তি সাদা রঙের ক্যাপ পরে এবং বুকের সামনে একটি ব্যাগ ঝুলিয়ে বাজারের পার্কিং এলাকায় হেঁটে বেড়াচ্ছেন।
থাইল্যান্ডে আগ্নেয়াস্ত্র-সহিংসতার ঘটনা নতুন নয়। গত বছরের অক্টোবরেই মাত্র ১৪ বছর বয়সী এক কিশোর রাজধানী ব্যাংককের একটি বিলাসবহুল শপিংমলে গুলি চালিয়ে দুজনকে হত্যা ও পাঁচজনকে আহত করেছিল। ২০২২ সালে এক সাবেক পুলিশ কর্মকর্তা পূর্বাঞ্চলের একটি নার্সারিতে বন্দুক ও ছুরি হামলা চালিয়ে ৩৬ জনকে হত্যা করেন, যাদের মধ্যে ২২ জনই শিশু।
তথ্যসূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/আশিক