ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠী হুথি ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করার ঘোষণা দিয়েছে।
এক বিবৃতিতে, হুথি বিশ্বের দেশগুলোকে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে। যাতে তেল আবিব তাদের আগ্রাসন বন্ধ করে এবং গাজার ওপর থেকে অবরোধ তুলে নেয়।
হুথি বলেছে, ফিলিস্তিনি জনগণের দুর্দশা লাঘব করার নৈতিক ও মানবিক বাধ্যবাধকতা থেকেই তারা ইসরায়েলের ওপর আক্রমণ তীব্র করার সিদ্ধান্ত নিয়েছে।
হুথি জানিয়েছে, তারা সামরিক সহায়তা অভিযান জোরদার করার এবং ইসরায়েলের বিরুদ্ধে চতুর্থ পর্যায়ের নৌ অবরোধ বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। এই পর্যায়ে হুথি যতো বিস্তৃত পরিসরে সম্ভব হামলা চালাবে। ইসরায়েলি বন্দরের সাথে জড়িত যেকোনো কোম্পানির মালিকানাধীন সমস্ত জাহাজকে লক্ষ্যবস্তু করবে হুথি।
সূত্র: প্রেস টিভি
বিডি প্রতিদিন/নাজমুল