রাশিয়া জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেনে তাদের বিশাল বিমান হামলা রুশ বেসামরিক নাগরিকদের উপর ইউক্রেনীয় ড্রোন হামলা বৃদ্ধির প্রতিক্রিয়া ছিল। কিয়েভের বিরুদ্ধে শান্তি প্রচেষ্টা ব্যাহত করার অভিযোগ এনেছে মস্কো।
শুক্রবারের শেষ থেকে সোমবার ভোরের মধ্যে মস্কো ইউক্রেনে শত শত ড্রোন ছুঁড়েছে। যার ফলে অনেক মানুষ নিহত হয়েছে এবং দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ভ্লাদিমির পুতিন একেবারে পাগল হয়ে গেছেন। আক্রমণের জন্য রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার হুমকিও দিয়েছেন ট্রাম্প।
যুদ্ধ শেষ করার জন্য কূটনৈতিক প্রচেষ্টা সাম্প্রতিক সপ্তাহগুলোতে ত্বরান্বিত হয়েছে। এই মাসের শুরুতে তিন বছরের মধ্যে প্রথমবারের মতো রাশিয়া এবং ইউক্রেনীয় কর্মকর্তারা সরাসরি আলোচনা করেছেন। কিন্তু ক্রেমলিন তাদের সর্বোচ্চ দাবিগুলো থেকে সরে আসার কোনো লক্ষণ দেখায়নি।
রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কিয়েভ কিছু ইউরোপীয় দেশের সমর্থন নিয়ে রাশিয়ার শুরু করা আলোচনা ব্যর্থ করার জন্য একাধিক উস্কানিমূলক পদক্ষেপ নিয়েছে।
রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ২০ থেকে ২৭ মে পর্যন্ত ২ হাজার ৩৩১টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। যার অর্ধেকেরও বেশি যুদ্ধক্ষেত্রের বাইরের এলাকায় আটকানো হয়েছে বলে দাবি রুশ মন্ত্রণালয়টির।
সূত্র: এএফপি
বিডি প্রতিদিন/নাজমুল